শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৪০ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন উপস্থাপক জামিল আহমেদ 

শিমুল চৌধুরী ধ্রুব: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধীনে ‘বাংলাদেশে স্থানীয় সরকার নীতি সংস্কার এজেন্ডা বিস্তরণে মিডিয়ার ভূমিকা শীর্ষক অভিসন্দর্ভের (থিসিস) জন্য এই ডিগ্রি লাভ করেন তিনি। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

[৩] বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স এবং এমএ ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (আইডিএস) থেকে সিভিল সোসাইটি আউটরিচ বিষয়েও প্রশিক্ষণ অর্জন করেছেন তিনি । এছাড়া তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।

[৪] জামিল আহমেদ ২০০৮ সালে আন্তর্জাতিক দাতা সংস্থা কেয়ার বাংলাদেশের প্রথম বাংলাদেশি পরিচালক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে মিডিয়া অ্যাডভোকেসিতে বিশেষভাবে প্রশিক্ষণ অর্জন করেছেন। তিনি ২০১২ সালে যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের আয়োজনে অত্যন্ত সম্মানজনক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আইজেনহওয়ার ফেলোশিপ অর্জন করেন এবং এই ফেলোশিপ কার্যক্রমের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, সংবাদপত্র, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, গবেষণা প্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

[৫] প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে দেশি-বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত ছিলেন জামিল আহমেদ। এছাড়াও, আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি-এর বেশ কয়েকটি প্রকল্পে প্রকল্প পরিচালকের (চিফ অব পার্টি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জামিল বিভিন্ন দেশের আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

[৬] এছাড়াও, তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এ সাংবাদিকতা, গণমাধ্যম এবং যোগাযোগ বিভাগে অধ্যাপনা করেছেন। জামিল আহমেদ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর পরিচালক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি রয়েল ইউনিভার্সিটির রেজিস্ট্রার এবং অধ্যাপক পদে কর্মরত আছেন। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়