শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৩:০৯ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলিব্রেটি ক্রিকেট লিগ

হামলাকারী দুয়েকজন আমার সহকর্মী: মনোজ প্রামাণিক

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মারামারির ঘটনায় সাময়িকভাবে স্থগিত রয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। এ ঘটনায় মামলাও হয়েছে। কিন্তু আলোচনা-সমালোচনা থেমে নেই। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসছে নানান ঘটনা। এবার ওই দিনের ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা মনোজ প্রামাণিক। অপরাধীদের শাস্তি দাবি করে তিনি জানান, হামলাকারীদের মধ্যে দুয়েকজন তার পরিচিত, যারা তার সহকর্মী।

[৩] প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও বিভিন্ন ভিডিওচিত্রে জানা গেছে, সেদিন মোস্তফা কামাল রাজের ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন ক্রিজে ছিলেন মনোজ প্রামাণিক। বাগবিতণ্ডার শুরু হয়েছিল তার সঙ্গেই। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বললেন, ‘অপ্রীতিকর ঘটনার সময়ে আমার টিমমেটরা আগেই আমাকে টার্গেট করার বিষয়টা আঁচ করতে পারে এবং ঘটনাস্থল থেকে আমাকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু কেন আমাকে নিয়ে প্রতিপক্ষের দুয়েকজনের এমন উচ্চবাচ্য তা এখনও আমার বোধগম্য নয়। কখনও তাদের সঙ্গে দেখা হলে কথা বলে জেনে নিব। মূলত খেলার উত্তেজনা থেকেই প্রতিপক্ষ দলের জার্সি পরা কয়েকজন আমাদের দলের ওপর আঘাত করে। যা খুবই অনাকাক্সিক্ষত ও লজ্জাজনক।’

[৪] এই তারকা আরো লেখেন, ‘যারা হামলার এই কাজটি করেছে তাদের দুয়েকজন বাদে আমি কাউকেই চিনি না। মাঠে যারা খেলেছে বা টিমের সাথে ছিল তাদেরকে এই হামলায় দেখা যায়নি। তবে দুয়েকজনকে আমি চিনি, কিন্তু তাদের নাম বলব না। কারণ তারা আমার সহকর্মী, কাছেরই মানুষ। বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে না। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব আরেকটু সহনশীল হতে ও অন্যদের প্রতি সহমর্মী হতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সংবাদ সম্মেলনে আমাদের প্রতিপক্ষ টিমের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করা হয়। আমরা আলিঙ্গনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই।’

[৫] সিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মনোজ প্রামাণিক। বললেন, ‘আমাদের টিমের ওপর যারা আঘাত করেছিল তারা হয়ত উত্তেজনার বশে কাজটি করেছে। তাদের চিহ্নিত করে শাস্তির জোর দাবি জানাই।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়