শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক সিনেমায় পরী-বুবলী!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকার সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও শবনম বুবলী। দুজনই ব্যাক্তিগত ইস্যু নিয়ে নিয়মিত চর্চায় থাকেন। আবার দুজনারই ক্যারিয়ারের বয়স প্রায় কাছাকাছি। সিনেমার সংখ্যায়ও তেমন ফারাক নেই। এতো বিষয়ে মিল থাকা এই নায়িকাদ্বয়কে এবার দেখা যাবে একসঙ্গে, একই সিনেমায়। প্রথমবারের মত তারা একত্রে কাজ করতে যাচ্ছেন। সূত্র: দেশ রুপান্তর

[৩] পরী-বুবলীকে নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন ‘ন ডরাই’ খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। টিএম ফিল্মস প্রযোজিত এই সিনেমার নাম ‘খেলা হবে’। যদিও এ বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা সংস্থা থেকে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা দেয়া হয়নি। তবে খবরটি প্রকাশ্যে এলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি নোটিশের সুবাদে। সূত্র: ঢাকা টাইমস

[৪] গত ২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে ‘খেলা হবে’ সিনেমার নির্মাতাসহ ১২ জন শিল্পী-কুশলীকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। সেখানেই শিল্পীর তালিকায় পাওয়া গেলো পরীমণি ও বুবলীর নাম। সঙ্গে আছেন মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ২১ অক্টোবরের মধ্যে এই শুটিং সম্পন্ন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

[৫] টিএম ফিল্মসের কর্ণধার ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস অনেক দিন ধরেই সিনেমা প্রযোজনার প্রস্তুতি নিচ্ছিলেন। ইতোমধ্যে দুটি প্রজেক্টের ঘোষণাও দিয়েছেন। যেটার একটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। তবে ছবির নাম কিংবা শিল্পী সংক্রান্ত কোনও তথ্যই এখনও প্রকাশ করেননি তারা। এদিকে ‘খেলা হবে’ বিষয়ে নীরবতা পালন করছেন পরিচালক ও শিল্পীরা। নির্মাতা কেবল এটুকু জানিয়েছেন, তারা সিনেমাটি করছেন।

[৬] উল্লেখ্য, নারায়ণগঞ্জের রাজনীতিবিদ শামিম ওসমানের মুখ থেকে আসা ‘খেলা হবে’ সংলাপটি এখন বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে বেশ পরিচিত। শুধু তাই নয়, কিছু দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও এই সংলাপটি ব্যবহৃত হয়েছে। এছাড়া টলিউডের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-তে এই শিরোনামে একটি গান রয়েছে, যেটাতে পারফর্ম করেছেন ঢাকার নুসরাত ফারিয়া। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়