শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৭ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিংক না খোঁজার অনুরোধ ফারিণের

শিমুল চৌধুরী ধ্রুব: [২] খুব অল্প সময়েই সাবলীল অভিনয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গেও। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব এই অভিনেত্রী। 

[৩] সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’। এবার এ চলচ্চিত্রের প্রচারণা করতে গিয়ে সামাজিক মাধ্যমে দর্শকদের লিংক না খোঁজার অনুরোধ করেছেন তিনি। অভিনেত্রী তার ফেসবুকে দেয়া পোস্টে ফেসবুক সার্চ ইঞ্জিনের একটি স্কৃনশট পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে এই ওয়েব ফিল্মের লিঙ্ক খুঁজেছেন অসংখ্য নেটিজেন। 

[৪] ওই স্কৃনশটের সঙ্গে ফারিন লিখেছেন, ‘লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন।’ নেটিজেনরা বিষয়টি মজার ছলেই নিয়েছেন। অনেকে অভিনেত্রীর ‘লিংক না খোঁজার অনুরোধকে’ দ্বিমুখি অর্থ করে সামাজিক মাধ্যমে ট্রলও করছেন। আবার কেউ কেউ তার অনুরোধকে সমর্থন করেও কথা বলছেন। 

[৫] কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘পুনর্মিলনে’। ‘বড় ছেলে’খ্যাত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই অন্তর্জালিক চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেধেছেন সিয়াম ও ফারিণ।

[৬] পুনর্মিলনের গল্প নিয়ে ফারিণ বলেছিলেন, ‘একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প দেখানো হয়েছে। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’ সূত্র: প্রথম আলো

[৭] সিয়ামের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘সিয়াম দারুণ গুণী একজন অভিনেতা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এই সিনেমা দেখে কাঁদবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।

[৮] উল্লেখ্য, সিয়াম ও ফারিণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়