শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাখির কারণে দুই যুবকের প্রাণ গেছে: তনুশ্রী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত বরাবরই থাকেন আলোচনায়। তবে তা অভিনয় দিয়ে নয়, নিজের ব্যাক্তিগত জীবন ও বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে উঠে আসেন শিরোনামে। এই অভিনেত্রীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন ‘আশিক বানায়া’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। এই অভিনেত্রীর দাবি, রাখির কারণে আত্মহত্যা করেছেন দুই যুবক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

[৩] সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তনুশ্রী বলেন, ‘রাখি সবময়ই মিথ্যা কথা বলে। ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। রাখি ভয়ংকর সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্যাও করেছে। তাদের পরিবারের সদস্যরা রাখির বিরুদ্ধে লড়তে পারেনি। রাখির বিরুদ্ধে মামলাও হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল আত্মহত্যা প্ররোচনার। কিন্ত সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। সে আসলে একটা ডাইনি। সূত্র: কইমই

[৪] এই অভিনেত্রী আরও বলেন, ‘রাখি মানসিক ভারসাম্যহীন। সে একজন আক্রমণাত্মক ব্যক্তি যিনি একজন পুরুষ মানুষের মতো লড়াই করেন। রাখি দুষ্ট এবং যখন সে বুঝতে পারে যে সে ধরা পড়তে চলেছে তখন সে উল্টে যায়।’

[৫] রাখির ধর্ম পরিবর্তন প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘ধর্ম পরিবর্তন করেও রাখি নিজেকে বদলাতে পারেনি। সে ধরা পড়বে বুঝতে পেরেই উল্টে যায়। হঠাৎ করে সে নিরীহ বেচারিতে পরিণত হবে এবং তার কষ্টের কথা বলবে। যেন সে নির্দোষ!’ সূত্র: বলিউড লাইফ

[৬] সম্প্রতি স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আলোচনার সৃষ্টি করেন রাখি। এর মধ্যেই কিছুদিন আগে ওমরাহ পালন করে দেশে ফেরেন তিনি। ভারতে ফিরেই তিনি সরাসরি বলে দিলেন কেউ যেন তাঁকে রাখি নামে না ডাকে। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়