শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নিশিবক’-এ জ্যোতিকা জ্যোতি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুদানের চলচ্চিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সরকারি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য এ ছবিটির নাম ‘নিশিবক’। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘শুক্রবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম, স্ক্রিপ্ট পেলাম। এটি এ বছর সরকারি অনুদান পেয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের এক রাতের একটি গল্প। আমার চরিত্রের নাম রামিজা। পরিচালনা করছেন সাজ্জাদ জহির। অক্টোবরের মাঝামাঝিতে মাওনায় এর শুটিং হবে।’ সূত্র: জাগো নিউজ

[৩] নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর সামাজিক মাধ্যমেও দিয়েছেন জ্যোতি। নিজের ফেসবুকে চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্তের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘নিশিবক’। ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবে আছেন সাজ্জাদ জহির।

[৪] জ্যোতি নিজেও অনুদানের একটি ছবি প্রযোজনা করছেন। দেশের প্রথম নারী বৈমানিক ফারিয়া লারাকে নিয়ে নির্মাণ করা হবে ছবিটি। ফারিয়া লারার মা প্রখ্যাত উপন্যাসিক সেলিনা হোসেনের লেখা উপন্যাস ‘লারা’ অবলম্বনে নির্মাণ করা হবে এটি। চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ চলছে বলে জানালেন জ্যোতি।

[৫] উল্লেখ্য, ২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমার নাম ছিল ‘ব্রেক আপ’। তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে। নির্মাতা আউয়াল চৌধুরীর ‘আগুনের পাখি’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জ্যোতিকা জ্যোতি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়