শিমুল চৌধুরী ধ্রুব: ৯ জুন শুক্রবার অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় একই ফ্রেমে দাঁড়িয়ে আছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো। এর ক্যাপশনে তিনি লিখেছেন ‘শিরোনামহীন’। যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ভক্ত থেকে শুরু করে শোবিজ তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। শুধু ঢাকারই নয়, পশ্চিমবঙ্গের তারকারাও ছবির প্রশংসা করছেন।
কমেন্ট বক্সে দেখা যায় পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, ‘আপনাদের জয় হোক’।
দেশের ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক/কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রেটি এক জায়গায়! বাপ রে বাপ?! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে।’
অভিনেত্রী রুনা খান, জাকিয়া বারী মম, কাজী নওশাবা ভালোবাসার ইমুজি ছড়িয়ে দিয়েছেন মন্তব্যের ঘরে। সম্পাদনা: ইমরুল শাহেদ
এসসিডি/আইএস/এনএইচ