শিরোনাম
◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০২:১৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পাচ্ছে অনুদানের অর্থায়নে রোজিনা পরিচালিত প্রথম ছবি ‘ফিরে দেখা’

চিত্রনায়িকা রোজিনা

শিমুল চৌধুরী ধ্রুব: দেশের খ্যাতিমান অভিনেত্রী রোজিনা অভিনয় ও প্রযোজনার অভিজ্ঞতা নিয়ে প্রথমবারের মতো সরকারি অনুদানের অর্থায়নে পরিচালনা করেছেন নতুন ছবি ‘ফিরে দেখা’। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। জানা গেছে, ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত এ সিনেমাটি। নিজের পরিচালনার প্রথম ছবির মুক্তিকে কেন্দ্র করে আগের মতোই গণমাধ্যমের সামনে আসছেন রোজিনা। শেয়ার করছেন পরিচালনার অভিজ্ঞতা।

চিত্রনায়িকা রোজিনার উত্থান ১৯৭৬ সালে এফ কবির চৌধুরী পরিচালিত ‘জানোয়ার’ সিনেমার মাধ্যমে। যদিও এ সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা যায় তাকে। অবশ্য এর পরের বছরই একই পরিচালকের ‘রাজমহল’ নামের ছবিতে ‘রাজনন্দিনী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একে একে অভিনয় করেছেন তিনশতাধিক সিনেমায়। পাশাপাশি ছবি প্রযোজনাও করেন এবং সর্বশেষ যুক্ত হন পরিচালনার সঙ্গে। সূত্র: উইকিপিডিয়া

প্রথম পরিচালনার অনুভূতি ব্যক্ত করে রোজিনা বলেন, ‘প্রথমেই অনুদান কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও অনুদানের সকল নিয়মনীতি অনুসরণ করে ‘ফিরে দেখা’ নির্মাণ করেছি। আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে নির্মিত সিনেমাটি নির্দেশনা দিতে পেরে।’ সূত্র: মানবজমিন

সহ-শিল্পীদের অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘নিরব তো শুধু বাংলাদেশের নয়, কলকাতার ছবিতেও কাজ করছে। তার বিনয় আমাকে মুগ্ধ করেছে। আর স্পর্শিয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। খুব ভালো অভিনয় করেছে সে। তারা আমার প্রত্যাশার চেয়েও ভালো করেছে।’

তিনি আরো বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে অনুরোধ করবো পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে সিনেমাটি দেখার। এ সিনেমায় আপনারা বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা দেখতে পাবেন। জানতে পারবেন সেই সময় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের গল্প।’

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী এলাকার একটি ঘটনাকে অবলম্বন করে ‘ফিরে দেখা’ ছবির চিত্রনাট্য লিখেছেন রোজিনা নিজেই। সম্পাদনা: ইমরুল শাহেদ

এসসিডি/আইএস/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়