শিরোনাম
◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুড়ঙ্গ’র বিরুদ্ধে মিউজিক চুরির অভিযোগ, যা বললেন রাফী

শিমুল চৌধুরী ধ্রুব: নির্মাতা রায়হান রাফীর বিরুদ্ধে মিউজিক চুরি বা নকলের অভিযোগ পুরোনো। এর আগে ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’র টাইটেল ট্রাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। তখন এই নির্মাতা বলেছিলেন, তিনি মূল মিউজিকটি থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছেন। এবার আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-র বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে।

আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি নির্মিত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এর মধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির একটি ভিডিও ক্লিপ। সেখানে ছবির কয়েকটি দৃশ্য উঠে এসেছে। নিশোকেও দেখা গেছে ভিন্ন ভিন্ন রুপে। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি নেটিজেনদের প্রশংসাও পাচ্ছে। কিন্তু বিতর্ক শুরু হয়েছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন, এই মিউজিকটি নকল। তারা দাবিকে শক্ত করতে মূল মিউজিকের ইউটিউব লিংকসহ পোস্ট-কমেন্ট করছেন বিভিন্ন পেজ ও গ্রুপে। 

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্মাতা রায়হান রাফী। আমাদেরসময় ডটকমকে তিনি বলেন, ‘এই যুগেও মানুষ এতটা বোকা হয় কেমন করে! আমি চাইলেও তো এখন অন্যের মিউজিক চুরি করতে পারবো না। কেউ সেটা বের করার আগে ফেসবুক ইউটিউবই আমাকে ক্লেইম দেবে। এমনকি আমার কনটেন্টটিও গিলে ফেলতে পারে। মামলা মোকদ্দমা জরিমানা অভিযোগ তো পরের বিষয়। ফলে আমি যা করেছি, সহি পদ্ধতিতেই করেছি। চুরি ভেবে কারও খুশি হওয়ার সুযোগ নেই।’

তিনি আরও জানান, এই ট্র্যাকটি তার ছবির প্রোডাকশন হাউজ আলফা আই আন্তর্জাতিক একটি মিউজিক প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য কিনে নিয়েছে।

উল্লেখ্য, এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তাকে দেখা যাবে একজন খনি শ্রমিকের চরিত্রে। তার বিপরীতে আছেন অভিনেত্রী তমা মির্জা। সম্পাদনা: ইমরুল শাহেদ

এসএইচডি/আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়