শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২২ মে, ২০২৩, ০১:২৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৩, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়াত ফারুকের আসনের প্রার্থীদের ‘অফ’ যেতে বললেন বাপ্পারাজ

বাপ্পারাজ

শিমুল চৌধুরী ধ্রুব: কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন কিংবদন্তি চিত্রনায়ক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে সংসদীয় আসনটি শূন্য হয়ে পড়েছে। আর এই শূন্য আসনে নির্বাচনে অংশ নেয়ার জন্য তৎপরতা শুরু করেছেন অনেক তারকা। 

প্রয়াত এই অভিনেতার দাফন কাজ সম্পন্ন হওয়ার আগেই ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান ওই আসনের সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও নায়ক ফারুক অসুস্থ থাকা অবস্থায়ই সিদ্দিক নির্বাচনের ইচ্ছের কথা জানিয়েছিলেন। এতে মনোয়ার হোসেন ডিপজল ক্ষোভ প্রকাশও করেছেন। তিনি ইউটিউব চ্যানেল বিএসএস-এ বলেছেন, মামা (ফারুক) যখন থেকে অসুস্থ, তখন থেকেই তিনি (সিদ্দিকুর) এমপি নির্বাচনের জন্য লাফালাফি আরম্ভ করেছেন। তিনি এমপি নির্বাচন করতেই পারেন। উনি (ফারুক) মারা যাওয়ার আগেও লাফালাফি করেছেন শুধু তাই নয়, উনার লাশ কবরে না নামার আগেই উনি ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন করবেন। এতে চরম কষ্ট পেয়েছি এবং মনঃক্ষুণ্ন হয়েছি। ইউটিউব চ্যানেল বিএসএস

অন্যদিকে চিত্রনায়ক ওমর সানী ফারুকের আসনে এমপি হতে প্রস্তাব করেছেন চিত্রনায়ক ফেরদৌসের নাম। আবার চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন আলমগীরের নাম। তবে এসব প্রার্থীদেরকে ‘অফ’ যেতে বললেন অভিনেতা বাপ্পারাজ। ২১ মে (রোববার) সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না। যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষের সেন্টিমেন্টকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন। গুলশান আপনাদেরকে চায় না।’ ফেসবুক

উল্লেখ্য, বাপ্পারাজের বাবা প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের বাড়ির নাম ‘লক্ষীকুঞ্জ’। বাড়িটি রাজধানীর গুলশান-২ এ অবস্থিত। আর সেখানেই পরিবারসহ বসবাস করছেন বাপ্পারাজ। সেই হিসেবে তারা ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। বাংলা নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়