শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদের জয়, হে‌রে গে‌লো বা‌র্সেলোনা  ◈ অনেক দেশ কেন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে? (ভিডিও) ◈ নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, জামিন শুনানি ২২ মে ◈ বিএনপি সরকারে এলে স্কুলশিক্ষার্থীদের কারিকুলামে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে : তারেক রহমান ◈ কো‌নোভা‌বেই বন্ধ হচ্ছে না ‘মব সন্ত্রাস', বাড়ছে আতঙ্ক, উদ্বেগ ◈ পিএসএ‌লে পেশোয়ারকে হারিয়ে প্লে-অফে সাকিবের লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশি পণ্যে আমদানি বিধিনিষেধ নিয়ে ভারতের মিডিয়া কী বলছে? ◈ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বাইডেন ◈ একের পর এক নিষেধাজ্ঞা, ঢাকা-দিল্লি সম্পর্ক কোন দিকে? নানা প্রশ্ন ◈ স্থলপথে কেন বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা, জানাল ভারত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৩, ১০:৪৪ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৩, ১০:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বক্স কালেকশন ঠাডা মিথ্যা কথা: ‘কিল হিম’ ছবির পরিচালক ইকবাল 

মনিরুল ইসলাম: বাংলাদেশের কোন ছবি বক্স কালেকশন হয়েছে আমার জানা নাই। ৩/ ৪ টি ইউটিউব ও ২/৩ টা অনলাইনে এসব প্রচার করা হচ্ছে। আমি চ্যালেন্জ দিচ্ছি বাংলাদেশে বক্স কালেকশন হয়েছে এমন ছবি আমি গত ১০ বছরেরও দেখিনি৷ এভাবেই চ্যালেন্জ ছ্ঁড়লেন ‘কিল হিম’ ছবির নির্মাতা মো. ইকবাল। 

তিনি আলাপকালে বলেন, বক্স কালেকশন বলিউতে হয়। আমাদের এখানে এখনও এটা চালু হয়নি৷ যারা বলছেন ঈদের এই ছবি বক্স কালেকশন হচ্ছে৷ এটা ঠাডা মিথ্যা কথা।

একটি ছবি কি ভাবে হলে রিলিজ হয় আপনারা সবাই জানেন। বিশেষ করে চলচ্চিত্র নিয়ে যারা নিউজ করেন। একটি ছবি এমজি, শেয়ারে বা ফিক্সে সিনেমা হলে চলে। সিনেপ্লেক্সে থেকে ছবি নামানোর আগে কোন প্রযোজক বলতেই পারবে না কত টাকা আয় করলো তার ছবি। হুদা বদি আওয়াজ দিয়ে লাভ নাই। বক্স কালেকশন।

তিনি বলেন, যারা তাদের অনুগত ইউটিউব ও অনলাইনে ছড়াচ্ছে তা বিশ্বাসযোগ্য নয়৷ এটা একটা প্রপাগান্ডা। এক কানে শুনবেন অন্যকানে ফেলে দিবেন। আমার চ্যালেন্জ বক্স কালেকশন কোন ঈদ ছবিটি করেছে কাগজ দেখান। 

প্রসঙ্গত, ঈদের মুক্তিপ্রাপ্ত ৮টি ছবি নিয়ে চলছে নানা আলোচনা। কোন ছবিটি বেশি সেলস হচ্ছে এনিয়ে নানা কথা চাউর ঢালিউডে। শাকিব খান অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ আর অনন্ত জলিল অভিনীত’, ‘কিল হিম’ ছবি ২টি  নিয়েই এ আলোচনা সরব। অন্য ছবিগুলোর মধ্যে জ্বীন, লোকাল, পাপ ও আদম ও আলোচনায় পিছিয়ে নেই। দ্বিতীয় সপ্তা শেষে জানা যাবে কোন ছবি কেমন ব্যবসা করছে জানালেন বুকিং সমিতির এক নেতা।

এমআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়