শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০২:০৩ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার একটা মেয়ে আছে: সুবহা

হুমায়রা সুবহা

শিমুল চৌধুরী ধ্রুব: নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহা সিনেমায় পা দেয়ার আগেই আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন নিয়ে। ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক ও বিচ্ছেদ ইস্যুতে পরিচিতি পান তিনি। এরপর কন্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের তৃতীয় বউ হলেও এক মাসের বেশি টেকাতে পারেননি সংসার। বিয়ের মাস না পেড়োতেই বিচ্ছেদের ঘোষণায় বিতর্কিত হন এই অভিনেত্রী। এরপর আর বিয়ের পিড়িতে না বসলেও মাঝে মাঝে প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও আফসোস নেই সুবহার। কারণ, তার একটি ছোট বোন আছে যাকে সে ‘মেয়ে’ হিসেবেই দেখেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছোট বোনের সঙ্গে ছবি পোস্ট করে তাকে ‘মেয়ে’ বলে আখ্যা দিয়েছেন সুবহা। তিনি লিখেছেন, ‘আমার জীবনের একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার একটা মেয়ে আছে। অবাক হলেন তাই না ? হওয়ারই কথা। জন্ম না দিয়ে কী করে মা হওয়া যায়। কারণ, ছোট্ট থেকে আমার ছোট বোনকে মেয়ের মতো পালন করেছি। অবশ্যই জন্ম না দিয়েও মা হওয়া যায়। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না।’

তিনি আরও লেখেন, ‘অনেক মহিলাকে দেখেছি নিজে বাচ্চা জন্ম দিয়ে, বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে নিজের স্বার্থের জন্য আরেক জায়গায় বিয়ে করে। বাচ্চার খবরও নেয় না। অথচ, আমার ছোট বোনকে আমি ছোট থেকে আমার মেয়ের মতো দেখেছি। এটা যারা আমার কাছের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন তারা জানে। আমি তাকে কতটা আদর করি। আমাকে অনেকেই বলেছে, মানুষ নিজের বাচ্চাকে এত আদর করে না। তুমি তোমার বোনকে এত ভালোবাসো কেন?’

নায়িকার ভাষ্য, ‘আমার আম্মু যখন গ্রাজুয়েশন নিচ্ছিল তখন ওর জন্ম হয়। সে সবচেয়ে ছোট। ছোট থেকেই বরাবর আমার পুতুল ভালো লাগতো। আর সে বেশ সুন্দর হয়েছিল। তখন আমিও বেশ ছোট ছিলাম। তাই, কোনোরকম কোলে নিতে পারতাম। আমার পড়াশোনার পাশাপাশি ওকে নিয়ে খেলতাম, ঘুম পারানো, খাওয়ানো সব করতাম। প্রায় ১০ বছর ধরে সে আমার কাছেই মানুষ। যখনই দোকানে যাই, নিজের জন্য কিছু কেনার আগে ওর জন্য কিনি। আমি তাকে ছাড়া দুইদিনও থাকতে পারি না।’

সুবহা যোগ করেন, ‘আমাদের দুই বোনের এটাচমেন্টটা মা-মেয়ের মতো। আবার কখনও কখনও বান্ধবীর মতো। শুধু জন্ম দিলেই যদি মা হওয়া যেত, তাহলে রাস্তায় এবং ডাস্টবিনের আবর্জনায় এত এত বাচ্চা পড়ে থাকত না। মা হতে গেলে মমতাময়ী হতে হবে, সেক্রিফাইস করার একটা মন মানসিকতা থাকতে হবে। ওকে আমি এতই ভালোবাসি, আমার মনে হয় কখনও নিজের বাচ্চা হইলেও আমি এত ভালোবাসব না।’

তিনি বলেন, ‘জীবনে যদি আর কখনও বিয়ে না করি, আফসোস নেই। কারণ, আমার একটা মেয়ে আছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়