শিমুল চৌধুরী ধ্রুব: বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছেন। মডেলিং ও উপস্থাপনার মাধ্যমে শোবিজে পা রাখলেও এখন তার ব্যস্ততা চলচ্চিত্র নিয়েই। তবে সখের বসে দর্শকদের কয়েকটি গানও উপহার দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ করতে যাচ্ছেন ‘বুঝি না তো তাই’ শিরোনামের নতুন একটি গান।
নতুন এ গানের প্রসঙ্গে জানা যায়, এতে নুসরাত ফারিয়ার সহশিল্পী হিসেবে থাকছেন ব্রিটিশ র্যাপার মুজজি স্ট্রেইনজার। বাংলাদেশি বংশোদ্ভূত এ গায়ক বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সেরা তিন প্রতিযোগীর একজন। প্রথম বাংলাদেশি হিসেবে কাজ করছেন মেইন স্ট্রিম ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রিতে।
গানটির সুর করেছেন মুমজি আর সংগীতায়োজনে আছেন ডিজে লায়ান। এর কথা লিখেছেন বাঁধন। গত ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এ গানটির ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়। এর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের ডিরেক্টর ও ড্যান্সার বাবা যাদব।
জানা গেছে, গানের ভিডিও অবমুক্ত হবে ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে। আগামী রোজার ঈদে এটি দেখতে পারবেন দর্শক-শ্রোতারা।
এর আগে ২০১৮ সালে নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম গানের শিরোনাম ছিল ‘পটাকা’। এরপর ২০২০ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় একক গান ‘আমি চাই থাকতে’। সবশেষ ২০২১ সালে প্রকাশ পায় তার একক গান ‘হাবিবি’।
এসসিডি/এসবি২
আপনার মতামত লিখুন :