শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ০৮:২০ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৩, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ব্রিটিশ শিল্পীর সঙ্গে নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

শিমুল চৌধুরী ধ্রুব: বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছেন। মডেলিং ও উপস্থাপনার মাধ্যমে শোবিজে পা রাখলেও এখন তার ব্যস্ততা চলচ্চিত্র নিয়েই। তবে সখের বসে দর্শকদের কয়েকটি গানও উপহার দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ করতে যাচ্ছেন ‘বুঝি না তো তাই’ শিরোনামের নতুন একটি গান।

নতুন এ গানের প্রসঙ্গে জানা যায়, এতে নুসরাত ফারিয়ার সহশিল্পী হিসেবে থাকছেন ব্রিটিশ র‌্যাপার মুজজি স্ট্রেইনজার। বাংলাদেশি বংশোদ্ভূত এ গায়ক বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সেরা তিন প্রতিযোগীর একজন। প্রথম বাংলাদেশি হিসেবে কাজ করছেন মেইন স্ট্রিম ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রিতে।

গানটির সুর করেছেন মুমজি আর সংগীতায়োজনে আছেন ডিজে লায়ান। এর কথা লিখেছেন বাঁধন। গত ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এ গানটির ভিডিওচিত্রের দৃশ্যধারণ করা হয়। এর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের ডিরেক্টর ও ড্যান্সার বাবা যাদব।

জানা গেছে, গানের ভিডিও অবমুক্ত হবে ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে। আগামী রোজার ঈদে এটি দেখতে পারবেন দর্শক-শ্রোতারা।

এর আগে ২০১৮ সালে নুসরাত ফারিয়া কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম গানের শিরোনাম ছিল ‘পটাকা’। এরপর ২০২০ সালে তিনি প্রকাশ করেন দ্বিতীয় একক গান ‘আমি চাই থাকতে’। সবশেষ ২০২১ সালে প্রকাশ পায় তার একক গান ‘হাবিবি’।  

এসসিডি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়