শিরোনাম
◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ বছর পর নাটকে জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

শিমুল চৌধুরী ধ্রুব: ছোট পর্দার এক সময়ের আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা নিয়ে নাটক থেকে বিদায় নিয়েছিলেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়। এরপর তার আর কোনো কাজে যুক্ত হওয়ার খবর শোনা যায়নি। এতে অনেকেই ভাবতে শুরু করেছেন, হয়তো অভিনয়কে বিদায় জানিয়েছেন জ্যোতি! এ অভিনেত্রী এবার তাদের উদ্দেশ্যে জানালেন, তিনি এখনো আছেন, হারাননি!

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জ্যোতি লিখেছেন, ‘শুধু সিনেমাই করব এই ভেবে টেলিভিশন নাটক ছেড়েছিলাম। কিন্তু মানসম্মত কাজ আর ইনফ্লুয়েনশাল ইন্ডাস্ট্রির অভাবে কাজের পরিমাণ এতটাই কম যে মানুষ ভাবতে শুরু করেছে আমি অভিনয় ছেড়েই দিয়েছি। যাহোক, আমি আছি, হারাইনি, অভিনয়ই আমার পেশা।’

বড় পর্দায় তেমন সুযোগ না পাওয়ায় দীর্ঘ ছয় বছর পর ফিরলেন টেলিভিশনে। পারভেজ আমিন পরিচালিত ধারাবাহিক নাটক ‘এপার ওপার’এ অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্য গল্প, চরিত্র,পরিচালক সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বলেই কাজটা করা। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, যা আমার কাছে একদমই নতুন! এমন টাইপের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি।’

নাটকের পাশাপাশি জানিয়েছেন নতুন সিনেমার কথা। তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ ও সাইফুল ইসলামের ‘অনাবৃত’ নামের দুটি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। খুব শিগগিরই তাকে ওটিটিতে দেখা যাবে। সম্পাদনা: ইমরুল শাহেদ

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়