শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ বছর পর নাটকে জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

শিমুল চৌধুরী ধ্রুব: ছোট পর্দার এক সময়ের আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা নিয়ে নাটক থেকে বিদায় নিয়েছিলেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়। এরপর তার আর কোনো কাজে যুক্ত হওয়ার খবর শোনা যায়নি। এতে অনেকেই ভাবতে শুরু করেছেন, হয়তো অভিনয়কে বিদায় জানিয়েছেন জ্যোতি! এ অভিনেত্রী এবার তাদের উদ্দেশ্যে জানালেন, তিনি এখনো আছেন, হারাননি!

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জ্যোতি লিখেছেন, ‘শুধু সিনেমাই করব এই ভেবে টেলিভিশন নাটক ছেড়েছিলাম। কিন্তু মানসম্মত কাজ আর ইনফ্লুয়েনশাল ইন্ডাস্ট্রির অভাবে কাজের পরিমাণ এতটাই কম যে মানুষ ভাবতে শুরু করেছে আমি অভিনয় ছেড়েই দিয়েছি। যাহোক, আমি আছি, হারাইনি, অভিনয়ই আমার পেশা।’

বড় পর্দায় তেমন সুযোগ না পাওয়ায় দীর্ঘ ছয় বছর পর ফিরলেন টেলিভিশনে। পারভেজ আমিন পরিচালিত ধারাবাহিক নাটক ‘এপার ওপার’এ অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্য গল্প, চরিত্র,পরিচালক সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বলেই কাজটা করা। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, যা আমার কাছে একদমই নতুন! এমন টাইপের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি।’

নাটকের পাশাপাশি জানিয়েছেন নতুন সিনেমার কথা। তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ ও সাইফুল ইসলামের ‘অনাবৃত’ নামের দুটি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। খুব শিগগিরই তাকে ওটিটিতে দেখা যাবে। সম্পাদনা: ইমরুল শাহেদ

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়