শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে হাজির তিন প্রজন্মের ৩৫ বলিউড তারকা (ভিডিও)

দ্য রোমান্টিকস

হ্যাপি আক্তার: প্রকাশ্যে এসেছে ‘দ্য রোমান্টিকস’-এর ট্রেলার। ৩১ জানুয়ারি ঘোষণা করা হয় ডকুমেন্টারি সিরিজের। ঘোষণার পর বুধবার (১ ফেব্রুয়ারি) ইউটিউবে প্রকাশিত হয় এই সিরিজের ট্রেলার। একই সিরিজে দেখা যাবে তিন প্রজন্মের তারকাদের। জি২৪

এই ডকু সিরিজটি পরিচালনা করছেন স্মৃতি মুন্ডারা। ৪ ভাগে ভাগ করা হয়েছে এই ডকু সিরিজটি, যেখানে ফিল্মমেকার যশ চোপড়ার ছবি ও তার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ঐতিহ্য উদযাপন করা হবে। অমিতাভ বচ্চন থেকে রণবীর সিং, মাধুরী দীক্ষিত থেকে ভূমি পেডনেকর, একই সিরিজে দেখা যাবে তিন প্রজন্মের স্টারেদের। এমন কী এই সিরিজে বাবাকে নিয়ে কথা বলবেন পরিচালক প্রযোজক আদিত্য চোপড়াও।

আদিত্য বলেন, ‘হিন্দি সিনেমার থেকে বেশি আর কিছুই আমায় টানে না। যশজী একবার আমায় বলেছিলেন যে, আমাদের অস্থিত্বের একমাত্র কারণ সিনেমা।

আমির খান, শাহরুখ খান, সলমান খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে রণবীর সিং, রণবীর কাপুর, হৃতিক রোশন, কাজল, মাধুরী দীক্ষিত, রানি মুখোপাধ্যায়, জুহি চাওলা, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা সহ ৩৫ জন স্টারকে দেখা যাবে এই ডকু সিরিজে। যশ চোপড়ার টানেই এবার একই সিরিজে তারকার হাট। ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে দেখা যাবে এই ডকু সিরিজ। ইতোমধ্যেই এই ট্রেলার ইউটিউবে দেখা হয়েছে গেছ ৮  লাখেরও বেশি। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাওয়াই ছিল যশরাজ ফিল্মসের উদ্দেশ্য।

আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসার দিনে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ করবে এই ডকু সিরিজ, দ্য রোমান্টিকস।

এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়