শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট ◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৩, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার দৃশ্য বেশি থাকলে অভিনেতারা নিরাপত্তাহীনতায় ভুগতেন: জনি লিভার

জনি লিভার

মিহিমা আফরোজ: রূপালি পর্দা থেকে বিদায় নিচ্ছেন কৌতুক অভিনেতা জনি লিভার। তার পুরো নাম জন প্রকাশ রাও জনুমালা। তবে তিনি জনি লিভার নামেই বেশি পরিচিত। ১৯৮৪ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এখনও পর্যন্ত ৩০০টিরও বেশি ছবিতে কাজ করে ফেলেছেন জনি। কিন্তু জনির কেরিয়ার গ্রাফ এখন অপরাহ্নে। একটা করে বছর পেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জনিকে বড় পর্দায় দেখার সুযোগও কম মিলছে।

জনি এক সাক্ষাৎকারে বলেন, এখনকার অভিনেতারা অনেক বেশি সাবলীল। তারা সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। ছবিতে কোনও চরিত্রে কৌতুকরস ঢালার প্রয়োজন হলে তা নায়ক-খলনায়কের চরিত্র নির্বিশেষে নির্মাণ করা হয় বলে জানিয়েছেন তিনি। আমার চরিত্র নির্মাণের জন্য আলাদা কোনও লেখক ছিলেন না সেই সময়। তাই নিজের মাথা খাটিয়ে কৌতুকরসে ভরিয়ে তুলতাম সেই চরিত্রটিকে। তার দাবি, সেই সময় বয়স কম ছিল, তাই প্রতি বার নতুন উদ্দীপনা নিয়ে কাজে নেমে পড়তেন তিনি। 

১৯৮৪ সাল থেকে অভিনয় করলেও আলাদা করে ‘বাজিগর’ সিনেমার কথা স্মরণ করেন তিনি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে শাহরুখ খান, কাজল এবং শিল্পা শেঠীর মতো বলি তারকার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। জনির ধারণা, এই ছবি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

‘বাজিগর’ সিনেমাতে অভিনয় করার সময় নাকি তাকেই সব পাঞ্চলাইন যোগ করতে হয়েছে বলে জানিয়েছেন জনি নিজেই। তিনি বলেন, ওই সময়গুলো খুব ভাল ছিল। আমরা যারা এই পেশার সঙ্গে যুক্ত, সবাই ভীষণ পরিশ্রম করতাম। নিজের জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন জনি। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগে কমেডি ঘরানার ছবি স্বীকৃতি পেত। জনি যে ছবিগুলিতে অভিনয় করতেন, সেই ছবিগুলিতে তার অভিনীত দৃশ্যগুলি নিয়েই বেশি চর্চা হত বলে মন্তব্য করেছেন অভিনেতা। 

বলিউডের নামকরা তারকারা নাকি জনিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন। এমনটাই দাবি করেছেন জনি। তিনি বলেছেন, ছবিতে আমার অভিনয় দেখে দর্শকরা কেমন প্রতিক্রিয়া জানাতেন তা নিজেদের চোখের সামনে দেখতে পেতেন তারকারা। আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন।

জনির বক্তব্য, এমন সময়ও গিয়েছে যখন বলিপাড়ার তারকারা ছবির পরিচালক-প্রযোজকের কাছে যেতেন। ছবি থেকে জনির অভিনয় করা দৃশ্যগুলি কাটছাঁট করে ফেলার অনুরোধ করতেও বাকি রাখতেন না অভিনেতারা। এমনকি, বলিউডের অভিনেতাদের চরিত্র নির্মাণের সময় যেন তাদের চরিত্রেও কৌতুকের ছিটেফোঁটা থাকে, সেই অনুরোধ করতেন চিত্রনাট্যকারদের কাছে। পরিস্থিতি সামাল দিতে ছবিতে কমিক দৃশ্যগুলি ভাগ করে দেওয়া শুরু হল।

সব মজার সংলাপ জনির মুখে দেওয়া হত না। অভিনেতাদের জন্যেও মজাদার দৃশ্য, মজাদার সংলাপ তৈরি করা হত। ধীরে ধীরে কমেডি ঘরানার ছবির ক্ষেত্রে ধারা বদল হতে থাকে। শুধু মাত্র একটি চরিত্রই কৌতুকরস ফুটিয়ে তুলবে তা নয়, সকলেই যেন সমান ভাবে মজাদার চরিত্রে অভিনয় করার সুযোগ পান, সে দিকে নজর দেওয়া হতে থাকে।

এখন কয়েকটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েও জনি সেই ছবিগুলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বলছেন, এখনকার লেখনীর মান ভাল নয়। কমেডি চরিত্র নিয়ে লেখার জন্য কোনও লেখক নেই। সকলে ভাবেন, জনি ভাই তো রয়েছেন। উনি সব সামলে নেবেন। আরে বাবা! নিজের চরিত্র ফুটিয়ে তোলার জন্যও তো একটা ব্লুপ্রিন্ট দরকার হয়। তা-ও ঠিকমতো পাওয়া যায় না। বর্তমানে কৌতুকশিল্পী হিসাবে জনপ্রিয় হতে শুরু করেছেন জনির কন্যা জেমিও। 

নেটমাধ্যমের পাশাপাশি হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়োচ্ছেন জেমি। বাদ যান না জনির পুত্র জেসিও। কখনও জেমির সঙ্গে নেটমাধ্যমের ভিডিওতে, কখনও বা ছবির পর্দায় দেখা যায় তাঁকে। পুত্রকন্যারাও জনির পদাঙ্ক অনুসরণ করছেন বলা যায়।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়