শিরোনাম
◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:০২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাত্র খুঁজছেন চল্লিশ বছর বয়সী অভিনেত্রী স্বস্তিকা 

অভিনেত্রী স্বস্তিকা 

সঞ্চয় বিশ্বাস: টলিউড অভিনেত্রী ও গ্ল্যামার জগতের অন্যতম আইকন স্বস্তিকা। ৪১ বছর বয়সে এসেও মোহময়ী সুন্দরী এই অভিনেত্রী। তাকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। তার ছবি পোস্ট যেনো রাতের ঘুম কেড়ে নেয় ভক্তদের। হিন্দুস্তান টাইমস

স্বস্তিকা এখনো একাকী জীবন পার করছেন। প্রেম, সম্পর্ক থেকে দূরে রেখেছিলেন নিজেকে। তবে সম্প্রতি নববধূর লুকে একটি ভিডিও পোস্ট করে এবার সকলকে চমকে দিয়ে নিজের জন্য পাত্র চাইলেন স্বস্তিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাত্র চাই’ লিখে বিজ্ঞাপনও দিয়েছেন তিনি। তার এমন পোস্টে রীতিমতো নড়েচড়ে বসেছেন ভক্তরা।  

পাত্রের বিষয়ে স্বস্তিকা লিখেছেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না।’ পাত্রকে অতি অবশ্যই বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারলেই হবে। এমনকি প্রাণীর প্রতি পাত্রের ভালোবাসা থাকতে হবে।

স্বস্তিকার স্পষ্ট বার্তা, আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এই সব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।  

তার এমন বিজ্ঞাপনে অভিনেত্রীর পোস্টে ভিড় জমাচ্ছেন পুরুষ অনুরাগীরা। মন্তব্যে জমজমাট হয়ে ওঠেছে অভিনেত্রীর বিজ্ঞাপন।

এসবি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়