শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৪ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলীর বেবি বাম্প প্রকাশের পর থেকেই ফোন বন্ধ, প্রশ্নবিদ্ধ পূজা চেরি

পূজা চেরি

ইমরুল শাহেদ: হালের উঠতি নায়িকা পূজা চেরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। না, কেউ তাকে তার বাড়িতে খুঁজতে যাননি - পাওয়া যাচ্ছে না ফোনে। একইসঙ্গে তার মায়ের ফোনও বন্ধ। কেন পূজা চেরি হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন? ডাল মে কুচ কালা হ্যায়।

বুবলীর বেবি বাম্প প্রকাশ হওয়ার পর থেকেই পূজার সেলফোন বন্ধ। তার দু’দিন আগে তিনি ‘হৃদিতা’ ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাহলে এর মধ্যে এমন কি ঘটে গেল যে, তাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে হবে? উল্লেখ করার বিষয় হলো, শাকিব খান নামটির সঙ্গে পূজা চেরির নামও ইতোমধ্যে জড়িয়ে গেছে। এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’ থেকেই দু’জনের প্রেমের একটা গুঞ্জন রটেছে। এই নিয়ে পূজার পৃষ্ঠপোষক জাজ মাল্টিমিডিয়াতেও তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। জবাবে পূজা দুই সন্তানের জনক শাকিব খানকে প্রাধান্য দিয়েই কথা বলেছেন। তারপর তাকে জাজ মাল্টিমিডিয়া থেকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে। 

জানা গেছে, পূজা চেরি ঢালিউড এ্যাওয়ার্ড ও নিউইয়র্কে শাকিব খানের সঙ্গে একটি ছবিতে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। এছাড়া শাকিব খানের অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘মায়া’ ছবিতেও কাজ করবেন বলে শোনা যাচ্ছে। এর মানে পূজা চেরি ক্রমশই অপু বিশ্বাস ও বুবলীর মতো শাকিব নির্ভর হয়ে পড়ছেন। তাতে তার ক্যারিয়ার উজ্জল হবে বলে মনে করেন তিনি। কিন্তু পূজা চেরির হয়তো বুঝতে কষ্ট হচ্ছে যে, বটগাছের নিচে কোনো গাছ বড় হতে পারে না।    

ফোন বন্ধের বিষয়টি ‘হৃদিতা’ ছবির নির্মাতা এম এম ইস্পাহানির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গত দ’ দিন ধরে আমার সঙ্গেও কথা হচ্ছে না। কোথায় আছেন আমি জানি না। তিনি আমাদের সিনেমার প্রচারণায় থাকবেন। মুক্তির পরও তিনি থাকবেন। এরপর দেশের বাইরে যাবেন।’

ফোনে পাওয়া যাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘এর সঠিক কারণ আমি বলতে পারছি না। হয়তো চলমান কিছু বিষয় নিয়ে তিনি ডিস্টার্ব ফিল করায় বন্ধ রেখেছেন।’ এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়