সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে আলোচনায় থাকা পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে এবার নতুন গুঞ্জন।
শোনা যাচ্ছে, আগামী বছর নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি—এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি ইনস্টাগ্রামে হানিয়া আমিরের একটি পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ সেই মন্তব্যের জবাবে অভিনেত্রী মজা করে লেখেন, ‘আমিও শুনছি।
’ আর তাতেই নতুন করে জোরালো হয়েছে বিয়ে নিয়ে আলোচনা।
উল্লেখ্য, ২০১৮ সালের দিকে জনপ্রিয় গায়ক আসিম আজহারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া। ২০১৯ সালে সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে দুজনের পথ আলাদা হয়।
এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। কেউ কেউ মনে করছেন, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী।
যদিও এ বিষয়ে এখনোও হানিয়া আমির বা আসিম আজহার—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
প্রসঙ্গত, চলতি বছরটা পেশাগত দিক থেকে বেশ সফল কেটেছে হানিয়া আমিরের।
‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এখন সত্যিই কি বিয়ের প্রস্তুতি চলছে, নাকি সবটাই গুঞ্জন—তা জানতে অপেক্ষা করতেই হবে।
সূত্র: কালের কণ্ঠ