শিরোনাম
◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৫০ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘনিষ্ঠ দৃশ্য চলাকালীন অভিনেত্রীকে জিজ্ঞেস করেছে “ঠিক করছি তো? থামব নাকি? এই অংশটা ঠিক লাগছে তো?”

বলিউড অভিনেত্রী গিরিজা ওক গডবলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে প্রকাশ্যে বলেছেন। ওয়েব সিরিজ ‘থেরাপি শেরাপি’-তে গুলশানের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তিনি জানিয়েছেন, সহশিল্পীর পেশাদারিত্ব শুটিং সহজ করেছে।

গিরিজা বলেন, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলাকালীন সাধারণত ‘ইনটিমেসি কোঅর্ডিনেটর’ উপস্থিত থাকেন। পুরো সেটের পরিবেশ এমনভাবে তৈরি করা হয় যাতে অভিনেতা–অভিনেত্রীরা স্বচ্ছন্দ বোধ করেন। দৃশ্যের পরিকল্পনা, কতটা দেখা যাবে, কোথায় কাট হবে—সব কিছু আগেই আলোচনা করা হয়।

তবু কখনও কখনও মানসিক অস্বস্তি থেকে যায়। গিরিজা জানান, ক্যামেরা চলার সময় তিনি ভাবতেন—“ঠিক করছি তো? থামব নাকি? এই অংশটা ঠিক লাগছে তো?” এগুলো অনেকটাই ‘গ্রে জোন’।

তবে সহশিল্পী গুলশান তার জন্য সহায়ক ভূমিকা পালন করেছেন। গুলশান শুটিং চলাকালীন অন্তত ১৬–১৭ বার জিজ্ঞেস করেছেন, “তুমি ঠিক আছো তো?” পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের বালিশ দিয়ে বলেছেন, “যেটাতে আরাম বোধ করো, সেটাই নাও।”

গিরিজা জানান, গুলশানের সহযোগীতাপূর্ণ আচরণের কারণে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তার জন্য সহজ হয়েছে।

আগে ‘জাওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিনে নজর কেড়েছিলেন গিরিজা। এবার তিনি ‘থেরাপি শেরাপি’ নিয়ে আসছেন, যা পরিচালনা করেছেন শচীন পাঠক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়