শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের সঙ্গে মজার আলাপে পুরনো ছন্দে ফিরলেন শাহরুখ খান

নিজেকে প্রশ্ন করার জন্য শাহরুখ খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আয়োজন করেন। আস্কএসআরকে হ্যাশাট্যাগে এই সেশন হয় তার ৬০তম জন্মদিনের তিন দিন আগে। আর এবারের সেশনেও ছিলো ভক্তদের সঙ্গে স্বভাবসুলভ রসবোধ, মজা আর স্পষ্টবাদিতা।

সাম্প্রতিক বছরগুলোতে শাহরুখ খান ভারতীয় মিডিয়ায় কোনও বড় সাক্ষাৎকার দেননি, বিশেষ করে ‘জিরো’ (২০১৮) ব্যর্থতার পর। তবে ২০২৪ সালে লোকার্নো ফিল্ম ফেস্টিভালে তিনি বিদেশি মিডিয়ায় কথা বলেছিলেন। এছাড়া তিনি পার্টিতে পাপারাজ্জি এড়িয়ে চলেন—কিন্তু আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ প্রিমিয়ারে ব্যতিক্রম ঘটান; পুরো পরিবার নিয়ে ক্যামেরার সামনে আসেন এবং আরিয়ান পাপারাজ্জিদের সঙ্গে বাবার একটি বড় গ্রুপ ছবি তোলেন।

এদিকে প্রশ্ন-উত্তরের সাম্প্রতিক অনলাইন সেশন চলাকালীন এক ভক্ত জানতে চান, ‘আপনি সাক্ষাৎকার দিচ্ছেন না কেন? আমরা আপনার প্রেস ইন্টারঅ্যাকশন খুব মিস করি।’

শাহরুখ খান উত্তরে বলেন, ‘নতুন কিছু বলার নেই… আর পুরনো সাক্ষাৎকারগুলো বেশ ভালোই টিকে আছে… হা হা।’

তার এই উত্তরের পরই ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখলেন, ‘আপনার পুরনো লাইন নতুন করে শোনা গেলেও আমাদের জন্য তা নতুন!’ আরেকজন লিখলেন, ‘আপনার দীর্ঘ সাক্ষাৎকার খুব মিস করি।’

এক ভক্ত এরপর বলেন, ‘স্যার আমাকে ছেড়ে গেছে প্রেমিকা, বন্ধুরা দেবদাস বলছে এবং মুভিও দেখাতে নিয়ে যাচ্ছে!’ জবাবে শাহরুখ বলেন, ‘মন খারাপ কোরো না। হৃদয়ে ফাটল ধরলে আলো ঢোকার জায়গা তৈরি হয়…।’

আরেক প্রশ্ন, ‘কোনও পুরনো চরিত্র আবার নতুনভাবে করতে চাইলে কোনটা করবেন?’ শাহরুখ, ‘অনেকে তো বলে আমি বছর বছর একই কাজ করি… হা হা। তাই জানি না পারব কিনা। তবে প্রতিটি চরিত্রে আমার একটা অংশ থাকে, তাই সবই প্রিয়।’

ভক্ত, ‘এখন জীবনে আপনার অগ্রাধিকার কী?’ শাহরুখ, ‘বাচ্চাদের সঙ্গে সময় কাটানো… সুস্থ ও ফিট থাকা যাতে সবাইকে বিনোদন দিতে পারি। আর আরও ধৈর্যশীল ও ভালোবাসাপূর্ণ হওয়া।’

বলা দরকার, ২০১৮ সালে ধাক্কার পর ২০২৩ সালে শাহরুখ খান দাপট নিয়ে ফিরেছেন পর্দায়— সুপারহিট ‘পাঠান’, ব্লকবাস্টার ‘জাওয়ান’ ও প্রশংসিত ‘ডাংকি’ নিয়ে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়