শিরোনাম
◈ কেন্দ্রীয় ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে ◈ ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: প্রধান উপদেষ্টা ◈ জোরপূর্বক চুল দাঁড়ি কেটে দেওয়ার সময় বৃদ্ধ বল‌লেন, আল্লাহ তুই দে‌হিস, কী ঘটেছিলো আসলে? ◈ ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ◈ লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্ত্রণালয়ের নির্দেশনা পরীক্ষা নিয়ে ◈ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া ◈ ঢাকার মিরপুরে ভারতের সাকিনা বেগম ◈ সাইপ্রাসে ভবন থেকে পড়ে নিহত বেনাপোলের হাফিজুর ◈ দুর্গা পুজায় বেনাপোল বন্দর ৬ দিন বন্ধ ◈ প্রতিটি আসনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে চায় বিএনপি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুবিন গার্গের মৃত্যু, গ্রেপ্তার হলেন দীর্ঘদিনের সঙ্গী ড্রামার শেখর

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সংগীতশিল্পী-ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গুয়াহাটির গরিগাঁওয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আসাম পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।

জুবিনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন শেখর জ্যোতি। এছাড়া সিঙ্গাপুরেও তিনি জুবিনের সঙ্গে ছিলেন।

অভিযোগ, শেখরের কথাতেই পানিতে নেমেছিলেন জুবিন। কিন্তু সাঁতরে আর পারে ফেরা হয়নি তার। জলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে এবং আনুষ্ঠানিক চার্জ গঠন করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থইস্ট ফেস্টিভালের আয়োজক ও ব্যবসায়ী শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মহন্ত বর্তমানে গুয়াহাটি বিমানবন্দরে রয়েছেন এবং সিআইডির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের আরও কয়েকজন সদস্যও তদন্তের আওতায় রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ ও ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার আগে ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে পানিতে নেমে প্রাণ হারান তিনি। তার দ্বিতীয় ময়নাতদন্তের পর রিপোর্টে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সূত্র: দ্য ওয়াল ও এবিপি, অনুবাদ: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়