শিরোনাম
◈ চালের দাম নিয়ন্ত্রণে সরকারের ৩টি উদ্যোগ: সংগ্রহ, আমদানি ও খাদ্য বিতরণ কর্মসূচি ◈ নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বিতরণে দ্বিধা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ব্যর্থতা: সারজিস আলম ◈ নোংরামি করবেন না, নির্বাচনে সুষ্ঠু ও অবাধভাবে অংশগ্রহণ চাই: তামিম ইকবাল ◈ বাংলাদেশ ভারতের সম্পর্ক অবনতির কারণ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ◈ আখতারের ওপর ডিম ছুঁড়তে বিকাশে টাকা প্রেরণ, অবশেষে ধরা মোজাম্মেল ◈ কেউ ফাউল করার নিয়তে মাঠে নামবেন না: সিইসি ◈ ভারত-চীন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে জেন-জি বিক্ষোভ কীভাবে রক্তাক্ত হয়ে উঠল ◈ তারেক রহমান দেশে আসবেন যে মুহূর্তে উনার সব লিগ্যাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ বিএনপি মনোনয়ন যুদ্ধে সামনে এসেছেন প্রয়াত নেতাদের সন্তানরা, বঞ্চিত ত্যাগী কর্মীরা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুচকি হাসির মাসুল এখনও গুনছেন পিয়া জান্নাতুল

দেশের জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী— অনেক পরিচয়েই চেনানো যায় তাকে। স্পষ্ট বক্তা হিসেবেও তার পরিচিতি আছে। গত বছর আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়ানো পিয়ার মুচকি হাসি আলোড়ন ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। তবে পিয়া মনে করেন, সেই হাসির কারণে বেশ ভুগতে হয়েছে তাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা বলেন পিয়া।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল।

সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়েই আলোচনায় আসে সেই মুচকি হাসির প্রসঙ্গ। জানান, সেই হাসির জন্য তাকে বিশাল মাসুল গুনতে হয়েছে; বিশেষ করে ৫ আগস্টের পর। 

গতবছর সেই ভিডিওতে দেখা যায়, কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন পিয়া। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও। এই আইনজীবী-মডেল বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।’

পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে।

২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। বর্তমানে আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন এ মডেল-অভিনেত্রী। পাশাপাশি মডেলিং জগতেও রয়েছে তার বিচরণ। সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়