শিরোনাম
◈ ভারতের বিধিনিষেধ সত্ত্বেও জুলাইয়ে বাংলাদেশি রপ্তানি আয় বেড়েছে ৪% ◈ কলকাতার বাণিজ্যমেলায় বাংলাদেশি স্টল, মিলছে সাড়া! ◈ বাংলাদেশে চাল রপ্তানির তোড়জোড় ভারতীয় সরবরাহকারীদের ◈ এবার বাংলাদেশ হয়ে আমেরিকায় পোশাক রপ্তানি করতে চায় ভারত: আনন্দবাজারের প্রতিবেদন ◈ যুদ্ধবিমান নিয়ে হাজির ট্রাম্প,ঘোল খাওয়ালেন পুতিন! ভিডিও ◈ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা ◈ প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে, জুলাই সনদের খসড়ায় আরও যা আছে ◈ হাসনাত-সারজিসসহ ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার ◈ দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া ◈ ফরিদপুরে অসুস্থ গরু জবাই করে পালিয়ে গেল কসাই!

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ০১:০৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট? সামনে এলো সত্য ঘটনা

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানান অনেকে। এর মধ্যে বেশি সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। যে তালিকায় রয়েছেন শাকিব খান, জয়া আহসান, পিয়া জান্নাতুল ও ইরফান সাজ্জাদসহ একাধিক জনপ্রিয় তারকা।

অর্থের বিনিময়ে তারকারা এসব পোস্ট দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটি বিশ্বাস করতে শুরু করেন যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, এই স্টেটমেন্টটি ভুয়া।

ছড়িয়ে পড়া ব্যাংক স্টেটমেন্টে দেখা যায়, অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট (এসসিবি) থেকে নয়জন ব্যক্তিকে গত ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে ২০ হাজার করে টাকা পাঠিয়েছেন (তিনটি অ্যাকাউন্টে ৪০০ টাকা বেশি পাঠানোর কথা উল্লেখ দেখা যাচ্ছে)। অনেকেই এই কপির ছবি শেয়ার করে দাবি করেছেন, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য এই অর্থ পাঠানো হয়েছে।

তবে রিউমর স্ক্যানারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাংক স্টেটমেন্টের কপিটি সঠিক নয়। ১৩ ডিজিটের কথিত ব্যাংক অ্যাকাউন্টের অস্তিত্বই নেই। ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপি যাচাই করে সংস্থাটি দেখে সেখানে বেনিফিশিয়ারিদের নাম বা অ্যাকাউন্ট নম্বরও উল্লেখ থাকে না। তা ছাড়া ভুয়া এই স্টেটমেন্টটি অনলাইন থেকে সংগৃহীত ভুয়া টেমপ্লেটের মাধ্যমে তৈরি বলেও প্রমাণ মিলেছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনটিতে বলা হয়, কথিত স্টেটমেন্টটি যাচাই করে বেশকিছু অসংগতি চিহ্নিত করেছে তারা। প্রথমত, কথিত স্টেটমেন্টে উল্লিখিত শাওনের নামের ১৩ ডিজিটের অ্যাকাউন্ট নম্বরের বিপরীতে ব্যাংকটিতে কোনো অ্যাকাউন্ট খোলা নেই। ব্যাংকসংশ্লিষ্ট একজন কর্মকর্তাও বিষয়টি করেছে সংস্থাটিকে।

দ্বিতীয়ত, কথিত এই স্টেটমেন্টে টাকা পাঠানো অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নামও উল্লেখ দেখা গেছে। এমনকি ব্র্যাকেটে তাদের একাধিক নামও উল্লেখ রয়েছে, যা কিছুটা অস্বাভাবিক। তবে ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপিগুলোতে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নাম বা অ্যাকাউন্ট নম্বর উল্লেখ থাকে না।

তৃতীয়ত, অনলাইনে একই টেমপ্লেটের ওপর বিভিন্ন ব্যাংকের লোগো বসিয়ে স্টেটমেন্ট বানানোর নজির রয়েছে। এই স্টেটমেন্টের কপিটিও তেমনই একটি ভুয়া টেমপ্লেটের ওপর বসিয়ে তৈরি করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে সংস্থাটি।

এসব বিশ্লেষণ শেষে রিউমর স্ক্যানার জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে ফেসবুকে পোস্টের জন্য টাকা দেওয়া সংক্রান্ত দাবিতে যে স্টেটমেন্টের ছবিটি ছড়িয়ে পড়েছে তা ভুয়া। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়