শিরোনাম
◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৩:১৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া কেবল অভিনয়ের জন্যই নয়, বরং নিজের স্পষ্টবাদী মনোভাব ও সামাজিক-রাজনৈতিক সচেতনতার জন্যও বরাবর আলোচনায় থাকেন। নানা ইস্যুতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে খোলাখুলি মতপ্রকাশ করে থাকেন তিনি।

জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ও ফারিয়া সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছিলেন। আর ১ আগস্ট, ফের নিজের ক্ষোভ ঝাড়লেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ফেসবুক পোস্টে তিনি যেমন হতাশা প্রকাশ করেছেন, তেমনই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়েও।

ফারিয়া তার পোস্টে লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’

সবশেষে ফারিয়া লিখেছেন ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ তার অবস্থান নিয়ে বিতর্ক করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়