শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৩:২৯ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় জেনিফার লোপেজের স্কার্ট! ভিডিও ভাইরাল

তারকাদের ঝকঝকে ফ্যাশন যেমন দর্শকদের নজর কাড়ে, তেমনই নানা সময় তাঁদের পোশাক বিভ্রাটও হয়ে ওঠে চর্চার বিষয়। বড় কোনো শো কিংবা অনুষ্ঠান, সবখানেই শত শত ক্যামেরা সবসময়ই তাক করে থাকে এই তারকাদের দিকে। ফলে একবার কোনো অস্বস্তিকর মুহূর্ত ঘটলেই তা চোখের পলকে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ঠিক যেমনটা সম্প্রতি ঘটেছে হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে।

লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় তাঁর স্কার্ট! মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি।

হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। 

মঞ্চে আচমকা এমন ঘটনা সামলে নিয়ে হাসতে হাসতে লোপেজ বলেন, ‘আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।’ এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, ‘তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়