শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লায় মাজারে হামলা ও অগ্নিসংযোগ, অজ্ঞাতনামা ২২০০ জনকে আসামি করে মামলা ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৩:১৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফাইজলামির একটা সীমা আছে’, মনগড়া খবরে খেপলেন মৌ শিখা

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা। কাজ করেছেন অনেক নাটকে। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোনো কাজ নেই। এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন মৌ শিখা।

জানান, তিনি কাজ করে যেতে চান। তাকে যেন বেঁচে থাকতেই মূল্যায়ন করা হয়। মৃত্যুর পর তার জন্য আফসোস করে লাভ নেই। মৌ শিখার সেই পোস্ট ব্যাপক ভাইরাল হয়ে যায়।

তার বর্তমান অবস্থায় দুঃখপ্রকাশ করেন অনুরাগী ও তারকা সহকর্মীরাও। বলতে গেলে শোবিজ অঙ্গনে বেশ আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। তবে সেই আলোচনা এখন অভিনেত্রীর জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে। অভিনেত্রীর অভিযোগ, তার সেই পোস্ট পুজি করে ভিউ ব্যবসায়ীরা মনগড়া ভিডিও, কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন।

এমন সব বিষয় উল্লেখ করে কনটেন্ট বানানো হচ্ছে যা একেবারেই অযৌক্তিক। তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন। 
সম্প্রতি নতুন এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘দৃষ্টি আকর্ষণের জন্য বলছি- আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আগের তুলনায় আমাদের কাজ কম হচ্ছে এই আফসোস নিয়ে।

অথচ কিছু কিছু ইউটিউবার, ব্লগার আমার এই পোস্টটাকে নিজেদের মতো করে বিভিন্ন নাটক থেকে দুঃখী দুঃখী চেহারার ছবি নিয়ে নানানভাবে ভিডিও করে ছেড়ে দিচ্ছে! আমি কখনোই বলি নাই আমি বাসা ভাড়া দিতে পারছি না, সংসার চালাতে কষ্ট হচ্ছে, তাহলে এইসবের মানে কি?’ 

শিখা লিখেছেন, ‘এখানে বলা হয়েছে যে আমরা যারা রেগুলার কাজ করতাম তারা কাজ ছাড়া সময় কাটাতে কষ্ট হচ্ছে। তাই যেন একটু খেয়াল করা হয় যাতে আমরা আগের মত কাজ করতে পারি।

এইসব না বলে আমাদের স্ট্যাটাসকে নানাভাবে নিজেদের মতো করে তারা ব্যবসা করছে। এরকমভাবে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে যা খুবই বিরক্তিকর ও কষ্টদায়ক। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি- এইসব ফাইজলামির একটা সীমা আছে।’

মৌ শিখা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। শিখা মৌ অভিনীত সিনেমার তালিকাও ছোট নয়। ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’, ‘সোলমেড’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ শিরোনামের সিনেমায় তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে ‘জমজ ভূতের গল্প’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়