শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৮:৩০ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার  উপর নির্মিত তথ্যচিত্র জিতল গোল্ডেন এপ্রিকট পুরস্কার

চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার মানুষের জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’’  গোল্ডেন এপ্রিকট পুরস্কার জিতেছে। ২০ জুলাই অনুষ্ঠিত ২২তম গোল্ডেন এপ্রিকট ইয়েরেভান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

ইরানি তথ্যচিত্রটি আঞ্চলিক প্যানোরামা প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। ইরানি পরিচালক আমির নাদেরি জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। সেপিদে ফারসি পরিচালিত ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ উৎসবের গোল্ডেন এপ্রিকট জিতেছে। খবর বার্তা সংস্থা ইসনার।

১১২ মিনিটের ফ্রান্স/প্যালেস্টাইন চলচ্চিত্রটিতে ফিলিস্তিনিদের চলমান গণহত্যার প্রতি চলচ্চিত্র নির্মাতার প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। ফারসি মনে করেন, ফাতিমা হাসৌনার সাথে দেখা করার সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। গাজায় তিনি তার চোখ হয়ে ওঠেন। সেখানে তিনি যুদ্ধের তথ্যচিত্র ধারণের সময় প্রতিরোধ করেছিলেন। ফার্সি ভাষা তার এবং বিশ্বের মধ্যে একটি সংযোগস্থল হয়ে ওঠে। এর তিনি নাম দেন ‘গাজা কারাগার’।

প্রায় এক বছর ধরে তারা এই জীবনধারা বজায় রেখেছিলেন। তারা যে শব্দ এবং পিক্সেলের আদান-প্রদান করেছিলেন তা চলচ্চিত্রে পরিণত হয়। ১৬ এপ্রিল ফাতিমার বাড়িতে ইসরায়েলি অভিযানের ফলে তার হত্যাকাণ্ডের অর্থ চিরতরে বদলে যায়।

১৩ জুলাই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব চলচ্চিত্রে অসামান্য শৈল্পিক অবদানের জন্য নাদেরিকে গোল্ডেন এপ্রিকটের সর্বোচ্চ সম্মাননা পারাজনভের থ্যালার পুরস্কার প্রদান করা হয়। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়