শিরোনাম
◈ কুমিল্লায় মাজারে হামলা ও অগ্নিসংযোগ, অজ্ঞাতনামা ২২০০ জনকে আসামি করে মামলা ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন?

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৫০ জন স্টান্টম্যানদের পাশে অক্ষয় কুমার, যে উদ্যোগ নিলেন!

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার এবার নিজেকে দেশপ্রেমিক ভাবমূর্তি তৈরি করেছেন। দেশাত্মবোধক সিনেমা বলতেই এখন তার নাম উঠে আসে। এবার সিনেমা নয়, বাস্তবেই দেশের জন্য বড় পদক্ষেপ নিলেন অভিনেতা।

সম্প্রতি একটি সিনেমার লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যান রাজুর। আর্য অভিনীত একটি তামিল সিনেমার শুটিং করছিলেন তিনি। এ ঘটনার পরেই সিনেমা জগতের স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই সমস্যা সমাধানে এগিয়ে এলেন খিলাড়িখ্যাত অভিনেতা।

সিনেমায় বিভিন্ন লড়াইয়ের কঠিন দৃশ্যের জন্য এ অভিনেতাদের নিযুক্ত করা হয়। এ দৃশ্যগুলোতে প্রাণের ঝুঁকিও থাকে। কিন্তু সেই তুলনায় তারা সঠিক পরিষেবা পান না— এমন অভিযোগ উঠেছে বারবার। তাই তারা আহত হলে যাতে চিকিৎসা পরিষেবা পান বা মৃত্যু হলে যাতে তাদের পরিবার ক্ষতিপূরণ পায়, সেই ব্যবস্থা করলেন অক্ষয় কুমার।

সিনেমা ইন্ডাস্ট্রিতে ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের নিরাপত্তার দায়িত্ব নিলেন খিলাড়িখ্যাত অভিনেতা। ‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’-এর মতো সিনেমায় স্টান্টসংক্রান্ত কাজ করেছেন বিক্রম দহিয়া। সেই বিক্রমই জানিয়েছেন অক্ষয়ের উদ্যোগের কথা। তিনি বলেন, অক্ষয় স্যারকে ধন্যবাদ। প্রায় ৬৫০-৭০০ স্টান্টম্যান্ট এবং লড়াইয়ের দৃশ্যে যাদের ব্যবহার করা হয়, তারা এখন অনেকটাই সুরক্ষিত। প্রত্যেকের জন্যই স্বাস্থ্য বীমা ও দুর্ঘটনাজনিত বীমা করা হয়েছে। কোনো স্টান্টম্যান যদি আহত হন সিনেমার শুটিং সেটে অথবা সেটের বাইরে, তা হলে তারা পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়