শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এফডিসি মসজিদে তানিন সুবহার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

মনিরুল ইসলাম: ঢাকাই চলচ্চিত্রের  চিত্রনায়িকা  তানিন সুবহার  মৃত্যুর পর কেটে গেছে  ৪০ দিন। তার মৃত্যু উপলক্ষে তানিনের সহকর্মী শিল্পী ও সাংবাদিকদের উদ্যোগে দোয়া ও কোরআন খতমের অায়োজন করা হয়। 

আজ বৃহস্পতিবার বাদ আছর  বিএফডিসির মসজিদে তানিন সুবহার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

 এই আয়োজনে শরিক হন চিত্র নায়ক ডি এ তায়েব, জয় চৌধুরী, অভিনেতা সনি রহমান, চিত্রনায়িকা মুক্তি,  নিঝুম রুবিনা, অভিনয় শিল্প সংঘের শিউলি আক্তার,  বিনোদন সাংবাদিক  রাহাত সাইফুল, রঞ্জু সরকার, রুহুল আমিন ভূঁইয়া, মাজহার বাবু  প্রমুখ। এছাড়া এফডিসির বিভিন্ন সমিতির সদস্যরা। এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন মূলত  রঞ্জু সরকার, রুহুল আমিন ভূঁইয়া।

প্রসঙ্গত, গত ১০ জুন মৃত্যুবরণ করেন ঢাকাই চলচ্চিত্রের  তানিন সুবহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। ১৯৯৪ সালের ৫ মে, মাদারীপুরে জন্মগ্রহণ করেন তানিন সুবহা। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ধানমন্ডির একটি উন্নত হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে লাইফ সাপোর্টে চলাকালীন মারা যান এই অভিনেত্রী।

২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তানিনের। সেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। পরবর্তীতে ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’-এর মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ ও ‘তুই আমার’। তার অভিনীত কয়েকটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়