শিরোনাম
◈ সাকিব ভা‌লো খেল‌লেও জেতা‌তে পা‌রেন‌নি মায়ামিকে ◈ ফিট না থাকলে খেলার কি দরকার? বুমরাহকে নিয়ে দিলীপ ভেঙ্গসরকারের বির‌ক্তি প্রকাশ ◈ গোপালগঞ্জের ঘটনায় এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ ◈ বিশ্ব অস্ত্রবাজারে দ্রুত উঠে আসছে যেই দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে! ◈ বিদেশি নির্বাচনে মতামত না দিতে কূটনীতিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ◈ গোপালগঞ্জ নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়া দাফন-সৎকার সম্পন্ন ◈ আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের ◈ রাজনী‌তি‌তে অশ‌নি সং‌কেত গোপালগঞ্জের ঘটনা, বলছেন বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা ◈ শচীনকন্যা সারার সঙ্গে চোখাচোখি ভারত অধিনায়কের! আবার শুরু প্রেমের জল্পনা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ের মতো শহরে এমন প্রতারণা আশা করেননি অর্চনা পূরণ সিং

বলিউড অভিনেত্রী অর্চনা পুরণ সিং সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে এক অপ্রীতিকর  অভিজ্ঞতার শিকার হলেন। পরিবারের সঙ্গে ইনডোর স্কাইডাইভিংয়ের জন্য অনলাইনে টিকিট বুক করে তিনি লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় স্তম্ভিত ও ক্ষুব্ধ অভিনেত্রী ও তাঁর পরিবার।

অর্চনা জানান, তিনি স্বামী পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানের সঙ্গে দুবাইতে ইনডোর স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন। সেইমতো একটি ওয়েবসাইট থেকে অনলাইনে তিনটি স্লটের জন্য টিকিট বুক করেন এবং তার জন্য মোটা অঙ্কের টাকাও পরিশোধ করেন। কিন্তু নির্দিষ্ট দিনে তারা স্কাইডাইভিংয়ের কাউন্টারে পৌঁছালে জানতে পারেন যে তাঁদের নামে কোনো বুকিং নেই এবং তাঁদের টিকিটগুলি অবৈধ।

এই ঘটনায় হতবাক অর্চনা বলেন, "আমরা প্রতারিত হয়েছি। যে ওয়েবসাইট থেকে আমরা টাকা দিয়েছিলাম, সেটি আসল ছিল না। দুবাইতে এসে আমাদের টাকা খোয়াতে হলো। আমি বিশ্বাসই করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এমন ঘটনা ঘটতে পারে, যেখানে আইনকানুন এত কঠোর।" তিনি আরও জানান, টিকিটের দাম মোটেই সস্তা ছিল না।

অর্চনার ছেলে আর্যমান জানান, যে ওয়েবসাইট থেকে বুকিং করা হয়েছিল, সেটি এখন আর ইন্টারনেটেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, "আমরা ৪ মিনিটের প্যাকেজ বুক করেছিলাম, কিন্তু পরে জানতে পারি আসল অভিজ্ঞতাটি মাত্র ২ মিনিটের। প্রথমে ভেবেছিলাম কোনো প্রযুক্তিগত সমস্যা, কিন্তু পরে বুঝতে পারি আমরা প্রতারণার শিকার হয়েছি।"

অর্চনার স্বামী, অভিনেতা পারমিত শেঠিও এই ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করে বলেন, যে ব্যক্তি এই প্রতারণা করেছে সে এখন তাঁদের টাকায় মজা করছে।

এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে অনলাইন লেনদেনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন, এমনকি দুবাইয়ের মতো সুরক্ষিত শহরেও প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে। একটি আনন্দের পারিবারিক ভ্রমণ এই প্রতারণার কারণে তিক্ত অভিজ্ঞতায় পরিণত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়