শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মাটির মেয়ে: গ্রাম বাংলার এক তরুণীর জীবনের গল্প 

মনিরুল ইসলাম  : প্রিয়ন্তী এইচডি ইউটিউব চ্যানেলে সম্প্রতি  প্রকাশিত হয়েছে আর্থিক সজিব পরিচালিত একক নাটক ‘মাটির মেয়ে’। মুক্তির দশ দিনে প্রায় সাড়ে ১০ মিলিয়ন ভিউ হয়েছে নাটকটির। মন্তব্যের ঘরে দেখা মিলছে দর্শকের আবেগঘন বক্তব্য। ইউটিউব ট্রেন্ডিংয়ে বর্তমানে ১ নম্বরে আছে ‘মাটির মেয়ে’। দিন দিন সাড়া মিলছে আরও। গল্পটি চমৎকার।  মন ছুঁড়ে যায়। 

প্রিয়ন্তী এডিট অ্যান্ড অ্যাফেক্টস পরিবেশিত নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সায়লা সাথী। আরও আছেন তামিম খন্দকার, ইন্তেখাব দিনার, সাবেরী আলম, সূচনা শিকদার প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন পাঠান। 

গ্রাম বাংলার এক তরুণীর জীবনের গল্প উঠে এসেছে নাটকে। জীবনের বিভিন্ন পর্যায়ে পুরুষের নানা রূপ দেখতে পায় সে। মনের বিরুদ্ধে পরিবারের সিদ্ধান্ত মেনে জীবনের নিয়তি মেনে নিতে বাধ্য হয় নারীরা। উচ্ছ্বল জীবনে নেমে আসে ছন্দপতন। উড়ে যায় হাসিমাখা মুখ। টানা-পোড়েনে কেটে যায় দিন। এমনই গল্পে এগিয়ে চলে নাটকের গতিপথ।

নবীন শিল্পী সায়লা সাথী উতরে গেছেন তার অভিনয়ে। আড়ষ্ট ছিলেন তামিম খন্দকার। দারুণ করেছেন ইন্তেখাব দিনার। সাবলিল ছিলেন সূচনা। সাবেরী আলম ছিলেন তাঁর মতো। ‘মাটির পাখি’ গানটি মন ছুঁয়ে যায়। গ্রামের দৃশ্যায়ন চোখের জন্য তৃপ্তিদায়ক ছিলো। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো করেছেন বিএইচ পারভেজ। 

সবশেষে বলা যায়, শিল্পী নির্বাচনে  সচেতন হলে নাটকটি আরও বেশি দর্শকের নজরে পড়তো। প্রচারেও এগিয়ে  থাকতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়