শিরোনাম
◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসির আড়ালে বন্ধুত্বের স্মৃতি: মান্নাকে ‘বাংলাদেশের জেমস বন্ড’ বলেছিলেন জাহিদ হাসান

চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও কমেনি তাঁর জনপ্রিয়তা ও আবেদন। বন্ধুবৎসল, প্রাণোচ্ছল এই নায়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিনেতা জাহিদ হাসানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বন্ধুত্বের মধুর কিছু স্মৃতি তুলে ধরেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘একবার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। সেখানেই বলেছিলাম, মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। আমার কাছে তিনি একেবারে জেমস বন্ড মনে হতেন।’ তিনি বলেন, কথাটি নিজেও মান্নাকে জানিয়েছিলেন।

প্রয়াত এই অভিনেতাকে মনে করে জাহিদ হাসান আরও বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে আমার ভালো লাগে। আমি কেন কাউকে ছোট করব?’

লন্ডন সফরের এক অভিজ্ঞতা শেয়ার করে জাহিদ হাসান বলেন, ‘তিন-চার দিন আমরা বার্গার খাচ্ছিলাম। হঠাৎ মান্না ভাই বললেন, ভাইজান ভাত খেতে ইচ্ছা করছে, মাছ দিয়ে ভাত। এরপর জানলাম, যেখান থেকে আমরা আছি, সেখান থেকে প্রায় চারশ কিলোমিটার দূরে ভাত পাওয়া যাবে। আমরা রওনা দিলাম। বললাম, এটা কি কোনো কথা! উনি হেসে বললেন, “বুঝ না ভাইজান, ভাত খেতে তো হবে।” এটাই ছিল মান্না ভাই, প্রাণোচ্ছল ও মাটির মানুষ।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার মান্না। তবে তাঁর ব্যক্তিত্ব, বন্ধুত্ব আর জনপ্রিয়তা আজও স্মরণীয় হয়ে আছে সহশিল্পীদের হৃদয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়