মনিরুল ইসলাম: ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার নাটক মানেই দর্শক জনপ্রিয়তার শীর্ষে। এ সময়ের ব্যস্ত অভিনেতা।বর্তমানে নতুন নতুন কাজ নিয়ে যেনো দম ফেলার সময় নেই তার। ব্যস্ততার কারণে পরিবারকে সেভাবে সময় দিতে পারছিলেন না। সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের পর সিনেমা এক নায়িকাকে নিয়ে বির্তক ছড়ায় সামাজিক মাধ্যমে। যদিও এটি বেশী দূর গড়াতে পারেনি। কোন সমস্যাও হয়নি দাম্পত্য লাইফে।
ব্যস্ততা বেড়ে যাওয়ায় এবার অভিনয় থেকে দুই মাসের বিরতিতে যাচ্ছেন এই অভিনেতা।
জোভান বলেন, গত কয়েক মাস ব্যাক টু ব্যাক কাজ হওয়ায় অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, দুই মাস বিশ্রাম নেব। পুরো সময় পরিবারের সঙ্গে থাকবো। বন্ধুবান্ধব অনেকের অভিযোগ আমাকে পাওয়া যায় না।
তিনি বলেন, এবার তাদের সঙ্গে সময় কাটাবো। নিজের মতো করেও থাকো। এ কারণেই এ বিরতি। এছাড়া বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে তার। যে গল্পগুলো ভালো লাগবে, সেগুলো নিয়েই আবার কাজ শুরু করবো।