শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না!” – অভিমানে ভাঙা মন্দিরা চক্রবর্তী

রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। তবে চলতি বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তিনি। এরপরে বর্তমানে স্ত্রীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন এই সংগীত তারকা।

বর্তমান সময়ের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সংগীতশিল্পী তাহসান খান তার ‘ক্রাশ’। ছোটবেলা থেকেই যার গান শুনেন, পছন্দ করেন। 

তবে চলতি বছরের শুরুতেই তাহসান বিয়ে করে ফেলায় যেন খানিকটা কষ্টই পেয়েছেন মন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে মজার সুরেই বলতে দেখা গেল, তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না!

এদিকে ঈদে মুক্তি পেয়েছে মন্দিরার ‘নীলচক্র’ সিনেমা। সেই সিনেমা ও বর্তমান কাজ প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তাহসান খান সম্পর্কে। 

জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কে যেন? ওহ, তাহসান।‘ মন্দিরার মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন, ‘ভুলে গেছো তাহসানের কথা?’

অনেকটা আফসোস করে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি।’

এরপরই খানিকটা অভিমানের সুরে এই চিত্রনায়িকা বলেন, ‘কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’ পরক্ষণেই হেসে দেন অভিনেত্রী।

মন্দিরা বলেন, ‘একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।’

প্রসঙ্গত, ২০১২ সালে জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’তে রানার-আপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় কাজ করার পর ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়