শিরোনাম
◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কলার টিউনে আর শোনা যাবে না অমিতাভের কণ্ঠ, কারণ যা জানাগেল

বলিউড ইন্ডাস্ট্রিতে যদি ভরাট, দরাজ গলার কথা চিন্তা করা হয়, তাহলে কোনো রকম দ্বিমত ছাড়া মাথায় আসবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। যার ভরাট কণ্ঠও রূপালি পর্দার সবচেয়ে জোরালো কণ্ঠ হিসেবেই বিবেচিত হয়। এমনকি অমিতাভের কণ্ঠ ব্যবহৃত হয় ভারত সরকার কতৃক সচেতনতামূলক কলার টিউনেও।

তবে এখন থেকে সেই কণ্ঠ আর শোনা যাবে না। ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর ব্যবহার করা হবে না অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন।

সাইবার অপরাধ, কভিড সতর্কতা বা স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে বিগ বির গম্ভীর কণ্ঠে রেকর্ড করা কলার টিউন ব্যবহার করা হচ্ছিল। ভারতের সরকারি মোবাইল নেটওয়ার্কে কারো কাছে ফোন করলেই শোনা যেত সেইসব বার্তা- ‘সাইবার জালিয়াতি থেকে সাবধান থাকুন’, ‘ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না’ ইত্যাদি।

এই বার্তা প্রথমে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখলেও, সময়ের সঙ্গে সঙ্গে নাগরিকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।অনেকেই মনে করেন, জরুরি মুহূর্তে ফোন করার সময় এই ধীরগতির কলার টিউন পরিস্থিতিকে আরো চাপ তৈরি করে। বিশেষ করে দ্রুত সংযোগ প্রয়োজন এমন সময়ে এটি হতাশাজনক বলে মন্তব্য করেন অনেকে।

সম্প্রতি অমিতাভ বচ্চন তার এক্স (টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমিও একজন প্রশংসক।’ এক নেটিজেন কটাক্ষ করে রিপ্লাই দেন- ‘তাহলে এবার ফোনে এক জিনিস বারবার বলা বন্ধ করুন ‘ জবাবে অমিতাভ লেখেন, ‘আমি তো আর নিজে বসে সেটা চালাই না, এটি সরকারের উদ্যোগ। আপনার উচিত সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।’

এই দ্বিপক্ষীয় কথোপকথন বেশ ভাইরাল হয় এবং অনেকেই এতে হাস্যরসের ছোঁয়া খুঁজে পান। আবার কেউ কেউ বলেন, এমন উদ্যোগ যদি বিরক্তিকর হয়ে ওঠে, তা বন্ধ করাই উত্তম।শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে সেই কণ্ঠ। সব আলোচনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন বন্ধ করে দেওয়া হবে। সংশ্লিষ্ট বার্তা প্রচারের জন্য এখন বিকল্প পদ্ধতির কথা ভাবা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়