শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঈদের ছবি শুধু একজনের দখলে থাকবে সেটা আর হবে না : খসরু 

মনিরুল ইসলাম: 'ইনসাফ' সিনেমা দিয়ে শরীফুল রাজ আজকে যে অবস্থানে  গিয়েছে তাতে আমার মনে হয় না ঈদের ছবি শুধু একজনের দখলে থাকবে বা একজন   শিল্পীর দখলে থাকবে সেটা আর হবে না। ভাগাভাগি হয়ে যাবে।এই ছবির মাধ্যমে শরীফুল রাজ  চলচ্চিত্রে একটি শক্তিশালী জায়গা করে নিয়েছে। 

এভাবেই বললেন 'ইনসাফ' সিনেমা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক - পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু। তবে তিনি কারও নাম উল্লেখ না করেই এমন ইংগিত ছিলেন। নাম প্রকাশ না করলেও শাকিব খানকে আকারে ইংগিতে বুঝাতে চেয়েছেন বলে উপস্থিত অনেকেই বলাবলি করছিলেন। 

বুধবার রাতে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে 'ইনসাফ' সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে বিনোদন সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। বিশেষ প্রদর্শনীতে শরীফুল রাজ, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরীসহ  অন্যান্য শিলৃপীরা উপস্থিত ছিলেন। দেশের বাইরে থাকায় তাসনিয়া ফারিণ উপস্থিত থাকতে পারেননি বলে জানা যায়।

খোরশেদ আলম খসরু এক প্রশ্নের জবাবে জানান,  আগামীতে ' ইনসাফ- ২ ' নির্মান করবেন।  বলেন, ইনসাফ - ২ আজকের ইনসাফ ছবিকে বিট করবে। ইনসাফের চেয়ে আরও শক্তিশালী গল্প, আরও আধুনিক প্রযুক্তি নির্ভর হবে 'ইনসাফ-২'। 

তিনি বলেন, আমাদের চলচ্চিত্রের এখন শিল্পী সংকট। একজন এ্যাকশন হিরোইনের বড় অভাব। তাসনিয়া ফারিণ এই সিনেমার মাধ্যমে তার  জায়গা করে নিয়েছেন। ভালো করেছেন। আমরা একজন নতুন এ্যাকশন নায়িকা পেলাম।

সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার।  সিনেমাটিতে নায়ক  শরীফুল রাজ।  নায়িকা হিসেবে  তাসনিয়া ফারিণ। 
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন  মোশাররফ করিম। ছবিতে  অতিথি শিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। খল নায়কের চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। 

এদিকে, জানা গেছে, প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে ইনসাফ - ২ । তবে, মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। যদিও এখনই  তার নাম প্রকাশ্যে আনতে চান না নির্মাতা ও প্রযোজক। আগামী বছর ঈদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইনসাফ- ২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়