শিরোনাম
◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করে ন কুমিল্লা গরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল? ◈ ক্লাব বিশ্বকাপ ফুটব‌লের উ‌দ্বোধনী ম‌্যা‌চে জয় পে‌লো না কো‌নো দলই

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তাণ্ডব’ দেখতে গিয়ে সিনেমা হলে দর্শকদের তাণ্ডব

সুপার স্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিলম্ব হওয়ায় সিনেমা হলে তাণ্ডব চালিয়েছে ক্ষুব্ধ দর্শকরা। গতকাল শনিবার ঈদের দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজবাড়ী শহরের সি কে ঘোষ রোড এলাকার কালুখালীতে বৈশাখী সিনেমা হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘তাণ্ডব’ সিনেমা দেখতে ঈদের দিন থেকে সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায়। বৈশাখী হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শো-তে প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটি দেখা যায়। এ সময় সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা উত্তিজিত হয়ে বেশ কিছুচেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাংচুর করেন।

কয়েক জন দর্শক জানান, রাত সাড়ে ১০ টার সময় কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৩০ মিনিটের বেশি সময় দর্শকরা অপেক্ষা করে। আধা ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনীতে ব্যর্থ হয়। তখন দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা টিকেটের টাকা ফেরৎ চায়। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ভাংচুর করে উত্তেজিত দর্শকরা। 

কালুখালীর বৈশাখী হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমার হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শো-তে সাড়ে ১০টার দিকে সার্ভার জটিতলা দেখা দেয়। প্রায় ৩০ মিনিটের মতো এই জটিলতা ছিল। তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে হলে ভাংচুর করেন। আমার প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।’

কালুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। হল মালিক আমাদের কাছে অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়