শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর আগে দেওয়া তানিন সুবহার সেই ‘রহস্যময় পোস্ট’ নিয়ে আলোচনা

অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন অভিনেত্রী তানিন সুবহা। দীর্ঘ ৮ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার সৃষ্টি দিয়েছে তার একটি ফেসবুক পোস্ট। গত ১৯ মে তানিন এক ফেসবুক পোস্টে জানান, তাবিজ-কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে বিশ্বাস হওয়ার কথা। কেননা তিনি এর শিকার বলেও মনে করতেন।

১৯ মে তানিন সুবহা ফেসবুকে লিখেছিলেন, ‘কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরে আনাচে-কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন? আমিতো কারো ক্ষতি করিনি। লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।’

তানিন সুবহা ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়ার কিছুদিন পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে। তারপর থেকে শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১০ জুন মৃত্যু হয় এই অভিনেত্রীর।

তানিন সুবাহর মৃত্যু এবং তার ফেসবুক পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন। আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন অনেকেই।

বলা দরকার, আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে। এরপর তাকে দেখা গেছে মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে।

নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তানিন। ‘মাটির পরী’র মধ্যদিয়ে পা রাখেন বড়পর্দায়। এরপর কাজ করেছেন বেশ ক’টি সিনেমায়। অভিনয়ের পাশাপাশি একটি পার্লার চালাতেন এই অভিনেত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়