ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েই আলোচনা ও শিরোনামে থাকেন।
তবে ক্যারিয়ারের বাইরে মূলত দুই স্ত্রী ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলীর কারণেই চর্চায় থাকতে হয় অভিনেতাকে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েই আলোচনা ও শিরোনামে থাকেন।
তবে ক্যারিয়ারের বাইরে মূলত দুই স্ত্রী ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলীর কারণেই চর্চায় থাকতে হয় অভিনেতাকে।
মাঝে মধ্যেই দেখা যায়―শাকিবকে কেন্দ্র করে দুই নায়িকা কথা বলছেন। নায়কের সাবেক স্ত্রী ও সন্তানের মা হিসেবেই কথা বলেন তারা।
কিন্তু এক অভিনেত্রী আরেকজনের নাম উল্লেখ না করেই ইঙ্গিতমূলক কথা বা স্বামীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সংবাদমাধ্যমে কথা বলেন দুই অভিনেত্রী।
ফলে প্রায়ই আলোচনা-সমালোচনা ও চর্চায় থাকেন অপু-বুবলী ও শাকিব।
এবার চিত্রনায়িকা বুবলী সন্তানের সঙ্গে শাকিবের ছবি দিয়ে পরিবার নিয়ে কথা বলার কিছুক্ষণ পরই ছেলের সঙ্গে ছবি দিলেন অপু বিশ্বাস।
তিনি জানালেন, সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টা ৫৪ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে চিত্রনায়িকা বুবলী ছেলে বীরের সঙ্গে শাকিবের কয়েকটি ছবি পোস্ট করেন।
যেখানে দেখা যায়, ছেলে বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা শাকিব। কোনোটায় ছেলেকে চুমু খাচ্ছেন।
এমন ছবিতে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘পরিবার―যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’
এদিকে বুবলীর এমন পোস্টের প্রায় ঘণ্টা খানেক পরই ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে জয়ের সঙ্গে শাকিবের কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস।
এদিন দুপুর ৩টা ৪৯ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে অপু বিশ্বাসের পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলে জয়ের সঙ্গে ঘুমাচ্ছেন শাকিব।
এ নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই।
তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’