শিরোনাম
◈ সচিব পদে বড় রদবদল ◈ মোহাম্মদপুরের ত্রাস এক্সেল বাবু গ্রেপ্তার ◈ সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা ◈ সরকার ও রাজনৈতিকদলগুলো দুই মেরুতে, কোন দিকে যাচ্ছে ক্ষমতার রাজনীতি ◈ প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ,  ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে  প্রত্যাশা করছি ◈ সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রুপরেখার সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ হয়েছে বিএনপি ◈ ‘এবারের হজযাত্রার এক অলৌকিক ঘটনা’ ◈ বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক, আনচেলত্তি ব্রা‌জি‌লের কোচ হিসা‌বে বছ‌রে বেতন পা‌বেন ১০৮ কো‌টি টাকা! ◈ একদিনে ডেঙ্গুতে ভর্তি ৭০, করোনা শনাক্ত ৬ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইফতির দুর্দান্ত সেঞ্চুরি আর মইন খানের ৯১

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতকক্ষে ভিড়ে হঠাৎ কেউ আমার কোমরে নিচে কেউ স্পর্শ করছেন: অভিনেত্রী নিমরিত কৌর

হিন্দি ও পাঞ্জাবি বিনোদন জগতের পরিচিত মুখ নিমরিত কৌর আহলুওয়ালিয়া। শোবিজ অঙ্গনে বেশ পরিচিতি গড়ে নিয়েছেন নিজের কাজ দিয়ে। পাচ্ছেন জনপ্রিয়তাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেনে এ অভিনেত্রী।

সেখানেই নিমরিত জানান, কলেজ জীবনে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন সেসব।

পাঞ্জাবে কুম্বডা গ্রামের কাছে কলেজ ছিল নিমরিতের। যাতায়াতের পথে কখনও অশ্রাব্য মন্তব্য শুনতে হয়েছে।

কখনও ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দিয়ে গিয়েছে হেনস্থাকারীরা। এমনকি কলেজ ছাত্রীদের নিতম্ব স্পর্শ করে চলে গিয়েছে, এমনও হয়েছে। কিন্তু একদিন ধৈর্যের বাঁধ ভেঙে যায় নিমরিতের। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “নানা রকমের অসভ্যতা করা হত।

কিন্তু আমিও কম যাই না। একটা ঘটনার কথা মনে আছে। এক বার আমি আর এক বান্ধবী কলেজের বাইরে একটি প্রিন্ট আউট-এর করাচ্ছিলাম। তখন সন্ধে সাড়ে ৭টা বাজে। দু’টি মোটর বাইকে চার জন যুবক এসে দাঁড়ায় এবং আমাদের বিরক্ত করতে শুরু করে।

আমি আর সেই দিন থেমে থাকতে পারিনি। হাতে একটি বড় পাথর তুলে নিয়ে বলেছিলাম, ‘চল আমাদের সঙ্গে থানায়।’ ভয় দেখাতে অনেককেই বলতাম, আমি সেনাপ্রধানের কন্যা। নানা রকমের মন্তব্য করে আমিও ভয় দেখাতাম।”

আইন নিয়ে পড়াশোনা করেছেন নিমরিত। এক আদালতে গিয়েও খারাপ অভিজ্ঞতার মুখে পড়েছিলেন তিনি। এই আইনজীবীর কাছেও হেনস্থার শিকার হয়েছিলেন। জানালেন সেকথাও। তখন নিমরিতের বয়স মাত্র ১৯। সেই সময়ে দিল্লির আদালতে ইন্টার্নশিপ করছিলেন তিনি। এক উচ্চপদস্থ আইনজীবীর কাছে হেনস্থার শিকার হন তিনি। নিমরিত একা নন। এই আইনজীবীর হাতে বহু উঠতি আইনজীবীই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, এমনটাই জানান নিমরিত।

নিমরিত জানান, আদালতে একটি মামলার শুনানিতে গিয়েছিলেন তিনি। আদালতকক্ষে ভিড়ে হঠাৎই অভিনেত্রী দেখেন, তার নিতম্বে কেউ স্পর্শ করছেন। নিমরিত বলেন, ‘প্রথমে মনে হল, কেউ আমার নিতম্বে হাত দিচ্ছে। তার পরে মনে হল, আমি হয়তো অতিরিক্ত ভেবে ফেলছি। ভিড়ে ঠাসা আদালতে ভুল করে স্পর্শ হয়ে যেতেই পারে। কিন্তু তার পরে পিছনে ফিরে দেখি ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার চোখের দিকে তাকাচ্ছে না। যেন আমি যে দাঁড়িয়ে রয়েছি, সেটা সে দেখতেই পাচ্ছে না। তখন আমার ভয় লাগতে শুরু করে। আমি একটু সরে দাঁড়াই। তখন মনে হয়, আমার হাতে কেউ স্পর্শ করছেন। পিছন ফিরে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে। আমার সঙ্গে ওই লোকটাও সরে এসেছিল। আবার আমার নিতম্বে স্পর্শ করতে থাকে সে। আমার চোখে জল চলে আসে। আমি ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম।’

নিমরিত কৌর আহলুওয়ালিয়া একজন ভারতীয় অভিনেত্রী, আইনজীবী ও মডেল, যিনি মূলত হিন্দি টেলিভিশনে কাজের জন্য সর্বাধিক পরিচিত। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘ছোটি সরদারনি’ ধারাবাহিকে মেহর কৌর চরিত্রে অভিনয় করে। এছাড়া ‘বিগ বস’, ও ‘খাতরো কি খিলাড়ি’তেও হাজির ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়