শিরোনাম
◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিওতে লেডি গাগার মেগা-কনসার্টে ২১ লাখ ভক্তের ঢল, অর্থনীতিতে ১০০ কোটি ডলারের জোয়ার

রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে শনিবার এক বিনামূল্যের মেগা-কনসার্টে মার্কিন পপ তারকা লেডি গাগা মুগ্ধ করলেন প্রায় ২০ লাখ দর্শককে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২০১২ সালের পর এই প্রথম ব্রাজিলে পারফর্ম করলেন গাগা। ভক্তদের উদ্দেশে তিনি চিৎকার করে বলেন, ‘ব্রাজিল, আমি তোমাকে অনেক মিস করেছি!’ এরপরই বিশাল এক দাবার ছকের মতো মঞ্চে তিনি পরিবেশন করেন ‘পোকার ফেইস’।

৩৯ বছর বয়সী এই শিল্পী মঞ্চের দুই মিটার ওপরে লাল বিশাল গোলাকার গাউন পরে শুরু করেন অনুষ্ঠান, যার নীচ থেকে বেরিয়ে আসে তার ড্যান্সাররা, ‘ব্লাডি মেরি’ গানের ছন্দে।

পরে তিনি গেয়ে শোনান তার নতুন অ্যালবাম ‘মেহেম’-এর অন্যতম হিট গান অ্যাবরাকাডাবরাভ। গানটির মাঝামাঝি সময়ে তিনি লাল গাউনটি খুলে ফেলেন, যার নিচে ছিল ব্রাজিলের পতাকার রঙে,- সবুজ, নীল ও হলুদ- আরেকটি পোশাক।

‘লিটল মনস্টারস’ এবং শহরে উৎসবের আমেজ

২৩ বছর বয়সী ছাত্র ওয়ালটার সেগুন্ডো বলেন, ‘২০০৮ সাল থেকে আমি তার ভক্ত। গাগা আমার সবকিছু।’ তিনি প্রায় ৩ হাজার কিলোমিটার দূরের সাও লুইস শহর থেকে এসেছেন।

পুরো সপ্তাহজুড়ে ‘লিটল মনস্টারস’ খ্যাত গাগা-ভক্তরা রিওতে ভিড় জমান। শহরের মেয়র কার্যালয়ের মতে, অনুষ্ঠানটি অর্থনীতিতে প্রায় ১০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১০০ কোটি টাকা যুক্ত করতে পারে। পূর্বানুমান ছিল ১৬ লাখ মানুষের উপস্থিতি, কিন্তু শেষে জানা যায় প্রায় ২১ লাখ মানুষ উপস্থিত হয়েছেন- গত বছর ম্যাডোনার কনসার্টের চেয়েও ৫ লাখ বেশি।

রিওর মেয়র এদুয়ার্দো পায়েস জানান, মে মাসে এ ধরনের মেগা-কনসার্টের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে পর্যটন বাড়ানোর লক্ষ্যে। তিনি ইঙ্গিত দেন যে আইরিশ রক ব্যান্ড ইউটু-কে আনার চেষ্টা চলছে।

শনিবারের কনসার্টে নিরাপত্তা ছিল নজিরবিহীন।৫ হাজার পুলিশ কর্মকর্তা, ড্রোন, নজরদারি ক্যামেরা এবং চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়।

২০১৭ সালের ‘রক ইন রিও’ উৎসবে গাগার অংশ নেওয়ার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণে তিনি শেষ মুহূর্তে তা বাতিল করেন। তিনি বলেন, ‘তোমরা আমাকে ১০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করিয়েছ। জানি ভাবছ কেন এত দেরি হলো। কারণ আমি তখন সুস্থ হচ্ছিলাম, শক্ত হচ্ছিলাম।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়