শিরোনাম
◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁটুর চোট সারাতে নিজের মূত্র পান করেছিলেন পরেশ রাওয়াল!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালে হাঁটুর মারাত্মক আঘাতের পর দ্রুত সেরে ওঠার জন্য তিনি নিজের মূত্র পান করেছিলেন বলে জানিয়েছেন। ঘটনাটি ঘটে রাকেশ পান্ডের সঙ্গে একটি দৃশ্যের শুটিং চলাকালে। আঘাত পাওয়ার পর পরিচালক তিন্নু আনন্দ ও অভিনেতা ড্যানি দেনজোংপা তাকে দ্রুত মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরেশ রাওয়াল তার ক্যারিয়ার নিয়ে গভীর উদ্বেগে ছিলেন। মনে করেছিলেন, হয়তো আর কখনও অভিনয়ে ফিরতে পারবেন না। ঠিক তখনই প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ তাকে দেখতে আসেন এবং বিশেষ এক পরামর্শ দেন—প্রতিদিন সকালে নিজের মূত্র পান করতে। বীরু দেবগণের যুক্তি ছিল, বহু যোদ্ধারাই নাকি শরীরের দ্রুত আরোগ্যের জন্য এমন পদ্ধতি অনুসরণ করে থাকেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, বীরু দেবগণ তাকে অনুরোধ করেছিলেন মদ্যপান, তামাক সেবন এবং খাসির মাংস খাওয়া বন্ধ করতে। পাশাপাশি নিয়মিত খাবারের পাশাপাশি সকালে প্রথম কাজ হিসেবে নিজের মূত্র পান করার নির্দেশ দিয়েছিলেন। পরেশ জানান, তিনি তখন এমন এক মানসিক অবস্থায় ছিলেন যে, সুস্থ হওয়ার জন্য যা করা প্রয়োজন, তা বিনা দ্বিধায় মেনে নিতে প্রস্তুত ছিলেন।

তিনি নির্দিষ্ট নিয়ম মেনে টানা ৩০ দিন নিজের মূত্র পান করেন। পরে চিকিৎসকরা যখন তার স্বাস্থ্য পরীক্ষা করেন, তখন চমকপ্রদ ফলাফল আসে। চিকিৎসকদের মতে, তার চোট সারাতে যেখানে আড়াই মাস সময় লাগার কথা ছিল, সেখানে তিনি মাত্র দেড় মাসেই সুস্থ হয়ে ওঠেন।

পেশাদার জীবনেও পরেশ রাওয়াল ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই তিনি প্রিয়দর্শনের পরিচালনায় নির্মিত হরর-কমেডি 'ভূত বাংলা' ছবিতে অক্ষয়কুমার ও টাবুর সঙ্গে অভিনয় করবেন। পাশাপাশি ‘হেরা ফেরি ৩’-তেও পুরনো সহ-অভিনেতা অক্ষয়কুমার ও সুনীল শেঠির সঙ্গে আবার পর্দা ভাগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়