শিরোনাম
◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সরকার কর্মকর্তাদের সহজে চাকরিচ্যুতির আইনি পথ খুলছে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরবাদের টিম আগামিতে আরও বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন : শাকিব খান (ভিডিও)

মনিরুল ইসলাম : গুলশান থেকে গুলিস্তান সবাই 'বরবাদ' দেখছেন। সিনেমার একজন মানুষ যখন আমাকে এই কথাটা বললো তখন আমি এর মানে বুঝিনি৷ আমি ভাবলাম গুলশান আর গুলিস্তানে তো সিনেমা হল নেই। তা হলে। পরে বুঝলাম। সবশ্রেণির দর্শক 'বরবাদ' সিনেমাটি দেখছেন। অভিজাত ঘরের মানুষ থেকে সাধারণ মানুষও 'বরবাদ' দেখছেন। 'বরবাদ' সিনেমাটির প্রতি মানুষের যে ভালোবাসা  দেখছি তাতে আমার মনে হয় 'বরবাদ'কে ভালোবাসায় সবাই বরবাদ করে দিচ্ছেন। এভাবেই বললেন মেগাষ্টার শাকিব খান।
 
সোমবার রাতে উত্তরার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ভালোবাসায় বরবাদের কথা জানালেন। এই সিনেপ্লেক্সে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে  উপস্থিত ছিলেন শাকিব খান। তিনি আমন্ত্রিত অতিথিদের সাথে ছবিটি দেখেন।

শাকিব খান বরবাদের সাফল্যে সকল দর্শক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, তাদের ভালোবাসা না পেলে বরবাদ আজ সাফল্যের এই পর্যায়ে আসতে পারতো না।

তিনি জানান, বরবাদের টিম আগামিতে আর বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। তখন মনে হবে বরবাদ তার তুলনায় অনেক ছোট।

শাকিব খান বলেন, বাংলাদেশের ফিল্ম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক আমি যে স্বপ্ন দেখতাম তা আজ সত্য হতপ চলছে। বরবাদ গালফ, ইউরোপ, আমেরিকা,  ইংল্যান্ড, স্কটল্যান্ডসহ সারা বিশ্বে মুক্তি পাবে। এটা আমার জন্য বড় আনন্দ। ইটালির রোমে আজ  দেখলাম সিনেমা থিয়েটারে বাঙালি দর্শকদের কি ভিড়। জয় জয়কার। এই ভিডিওটি দেখে আমি সত্যিই আবিভূত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়