হ্যাপী আক্তার: ঢাকাই সিনেমার লাবণ্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করার প্রায় ২ মাস পর তিনি নিজেই জানালেন সে খবর। তার বিয়ের খবর নিয়ে যেন ভক্তদের আগ্রহের অন্ত নেই। নায়িকা নিজেই জানালেন, ২ মাস আগেই আকিজ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
দ্বিতীয়বার বিয়ে করায় ফেসবুকে পূর্ণিমাকে শুভ কামনা জানিয়েছেন তার প্রাক্তন স্বামী আহমেদ ফাহাদ জামাল। তিনি বলেন, 'পূর্ণিমার বিয়ের খবর গণমাধ্যমের বরাতে আমিও জেনেছি। তাদের জন্য শুভ কামনা থাকলো। আর আমার সন্তােনের জন্য প্রার্থনা রাখবেন।
গত ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। এই বিয়ের খবর প্রকাশ করলেন বৃহস্পতিবার রাতে। তারপর থেকে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।
একটি গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, দুই পরিবারের সম্মতিতে আশফাকুর রহমান রবিনের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরষ্পরের মন দেয়া-নেয়া।
বিয়ের পরই আমার পরিবারের দু-একজন অসুস্থ ছিল। সে কারণে বিয়ের খবর জানাতে কিছুটা দেরি হয়েছে। চলতি বছরের শেষে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও যোগ করেন পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, কাজের সূত্রে তার সঙ্গে পরিচয়। ৩ বছরে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া।
পূর্ণিমার প্রাক্তন স্বামী আহমেদ ফাহাদ জামাল তাদের একমাত্র সন্তান আরশিয়া উমাইজা উভয়ের কাছেই থাকেন।
২০০৭ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামাল ভালবেসে বিয়ে করেন পূর্ণিশা। ৩ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। বিয়ের পরে পূর্ণিমা চলচ্চিত্রে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তার কোলজুড়ে আসে কন্যা সন্তান আরশিয়া উমাইজা।