শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হতে চলেছি!' বিয়ের আগেই ক্রিকেটার ভিভ রিচার্ডসকে জানান অ‌ভি‌নেত্রী নীনা গুপ্তা!

স্পোর্টস ডেস্ক ; আটের দশক থেকে কেরিয়ারের শুরু। যদিও সেই সময় মূলত ছবিতেই অভিনয় করতেন নীনা গুপ্ত। ধীরে ধীরে শুরু হল টেলিভিশন চ্যানেলের পথ চলা। দূরদর্শন থেকে বেসরকারি চ্যানেলে সিরিয়ালের রমরমা। সেই সময়ের জনপ্রিয় মুখ তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই ছিল প্রচারের আলোয়। কারণ একটাই, ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম! বিয়ের আগে মা!  - জি নিউজ
নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় আজও। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে প্রেম! তার পর বিয়ের আগে গর্ভবতী। একবারের জন্যও গর্ভপাতের কথা ভাবেননি তিনি। বরং সন্তানকে আকড়েই ছিলেন সব সময়।

১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার প্রেমে পড়েন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনিও নীনাকে বিয়ে করার আগেই বাবা হন। তাঁদের মেয়ের নাম মাশাবা। নীনা-ভিভের প্রেমের গল্প প্রায় সবারই জানা। তবে নীনার মা হওয়ার যাত্রাটা অনেকেরই অজানা। একটা সময় বিয়ের আগে মা হওয়া নিয়ে বেশ টেনশনে ছিলেন নীনা।

নীনা বলেন, মা হওয়ার খবর শুনে যে খুব আনন্দ পেয়েছিলাম তা নয়। টেনশনে ছিলাম। তবে একটা খুশির ব্যাপার মনে মনে চলছিল। কারণ ভিভকে ভালবাসতাম। ওকে জানালাম, মা হতে চলেছি। জানালাম, তুমি না চাইলেও আমি মা হতে চাই। সবটা একাই সামলে নেব।

নীনা আরও বলেন, ভিভ বলেছিল একদম যেন গর্ভপাতের কথা না ভাবি! ও আমার পাশে থাকবে বলেছিল। তবে অনেকে বলেছিল, এত কম বয়সে মা হয়ে সব দায়িত্ব সামলাতে পারব কি না! আমি তখন প্রেমে অন্ধ ছিলাম।

ভিভ কিন্তু দেশে ফিরে যান নীনাকে না নিয়েই। নীনাতে বিয়ে করেননি তিনি। স্ত্রীকে ডিভোর্স দেননি। তবে নীনার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি ভিভের। যদিও মেয়ে মাশাবাকে একা হাতেই মানুষ করেন নীনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়