শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং সেটে দেরী করায় সহ-শিল্পীরা বিরক্ত হচ্ছিলেন, ডাকতে গিয়ে রুমে মিললো অভিনেতার লাশ

সিরিয়ালের শুটিং করতে গিয়ে মৃত্যু হল টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজনের। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার।

রবিবার (১৯ জানুয়ারি) উমেরগাঁও আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৪ বছর।

জানা গেছে, রবিবার নিজের শো ‘শিব শক্তি তপা ত্যাগ তাণ্ডব’-এর শুটিং করছিলেন তিনি। অসুস্থ বোধ করায় তিনি সেট ছেড়ে শুটিং কমপ্লেক্সের মধ্যেই নিজের ফ্ল্যাটে ফিরে যান। পরে তিনি সেটে না ফেরায় এই শোয়ে তার সহ-অভিনেতা ও কলাকুশলীরা বিরক্ত হতে শুরু করেন। পরবর্তীতে সিরিয়ালের কলাকুশলীরা উমেরগাঁওয়ে অভিনেতার ফ্ল্যাটে দেখা করতে গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজায় কড়া নাড়লেও কেউ দরজা খোলেননি। এমন পরিস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে অভিনেতাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তারা। তারা তৎক্ষণাৎ অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ ছাড়াও ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘দেবো কে দেব মহাদেব’-এর মতো টিভি শোতেও দেখা গিয়েছে যোগেশকে। এর পাশাপাশি যোগেশ ‘মুম্বাইচে শাহানে’ এবং ‘সংসারচি মায়া’র মতো মারাঠি ছবিতেও কাজ করেছেন।

যোগেশ মহাজনের সহ-অভিনেতা আকাঙ্ক্ষা রাওয়াত ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘উনি খুবই প্রাণবন্ত মানুষ ছিলেন। তার সেন্স অফ হিউমারও ছিল দুর্দান্ত। এক বছরেরও বেশি সময় হয়ে গেল আমরা একসঙ্গে শুটিং করেছি। তবে আচমকা এই খবরে আমরা সবাই হতবাক।’- হিন্দুস্থান টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়