শিরোনাম
◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১১:১৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকিনি পরে পোজ দেওয়ার আবদারে অভিনেত্রী সিডনি বিব্রত !

হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকে তার নিজ বাড়িতেই বিকিনি পরে ক্যামেরার সামনে দাঁড়াতে বলায় বেশ বিব্রত বোধ করেন তিনি!

সম্প্রতি গ্ল্যামার ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী হলিউড অভিনেত্রী জানান, ফ্লোরিডায় তার বাড়িতে কয়েকজন অনুপ্রবেশকারী এসে তাকে বিকিনি পরে ছবির জন্য পোজ দিতে বলেন।

সিডনি বলেন, ‘তারা বলে, যদি তুমি বিকিনি পরে বাইরে আস, আমরা ছবি তুলে চলে যাব।’

নিজের বাড়িতেই এমন বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। তাই নিরাপত্তা নিয়ে শঙ্কিত সিডনি বলেন, ‘তারা সকাল ৮টায় এসে বিকেল ৪টা পর্যন্ত ছিল। অথচ নিজের বাড়িতে আমার নিরাপদ আর স্বস্তিতে থাকার কথা ছিল। তারা ছবি তুলছিল, এটা ভাবছিল না, ছবিগুলো প্রকাশ্যে এলে সবাই বাড়ির ঠিকানা জেনে যাবে, আমার নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হবে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়, সিডনি নিজেই নাকি ছবি তোলার জন্য পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এমন কথা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি কেন নিজের বাড়িতে তাদের ডাকতে যাব। বাড়িতে আমার পরিবারের সদস্যরা ছিলেন। আমি কেন এমনটা করব? যারা এসেছিল, তাদের ছবি আমার কাছে আছে।’

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি বরাবরই নিজের ব্যক্তিজীবন ব্যক্তিগতই রাখতে চান। এজন্য বিনোদন দুনিয়ায় তার বেশি চেনাজানা নেই। অভিনয়ের বাইরে তিনি ছোটবেলার বন্ধুদের সঙ্গে সময় কাটান।উল্লেখ্য, কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ দিয়ে আলোচনায় আসেন সিডনি সুইনি। এরপর এইচবিওর দুই সিরিজ ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’এ অভিনয়ের মাধ্যমে তিনি আরও পরিচিতি পেয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়