শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৬:৩০ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখকে নিয়ে যা বললেন জন সিনা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] রাজকীয় এক বিয়ে দেখলো গোটা বিশ্ব। প্রথম দুই পর্বের প্রাক বিবাহ শেষে গত ১২ জুলাই অনুষ্ঠিত হলো ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের মূল আয়োজন। 

[৩] ছোট ছেলের তিন পর্বের এই বিয়ের আয়োজনে প্রায় কয়েক হাজার কোটি টাকা খরচ করেছেন মুকেশ আম্বানি। যেখানে হাজির ছিলেন বলিউড-হলিউড থেকে শুরু করে বিশ্বের অন্যতম ধনকুবের ও খেলোয়াড়রা। তাদেরই একজন জনপ্রিয় রেসলার ও হলিউড অভিনেতা জন সিনা। অনন্ত-রাধিকার বিয়েতে মার্কিন মুলুক থেকে ভারতে উড়ে এসেছিলেন তিনিও। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৪] জমকালো এই বিয়েতে কাটানো ২৪ ঘণ্টা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন এই রেসলার। যেখানে জন সিনার সঙ্গে দেখা হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের। দুজনে একসঙ্গে ফ্রেমবন্দিও হয়েছেন। সেই ছবি নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করে অনন্ত-রাধিকার বিয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। 

[৫] যেখানে জন সিনা লিখেছেন, ‘এটি একটি অনন্য এবং আশ্চর্যজনক মুহূর্ত। ২৪ ঘণ্টা অসাধারণ কেটেছে। এই সময়টাকে এখনও বিশ্বাস করতে পারছি না। আমি আম্বানি পরিবারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আথিতেয়তায় আমি মুগ্ধ।’

[৬] এই রেসলার আরও লেখেন, ‘অনেক অবিস্মরণীয় মুহূর্ত দিয়ে ভরা একটি অভিজ্ঞতা। যা আমাকে অগণিত নতুন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। এর মধ্যে শাহরুখ খানও রয়েছেন। তাকে ব্যক্তিগতভাবে বলতে পেরেছি, তিনি আমার জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলেছেন।’

[৭] জন সিনার এই পোস্ট দেখে শাহরুখ ভক্তরাও বেশ খুশি হয়েছেন। বলিউড বাদশাহর ভক্ত হলিউড কিংবা রেসলিং জগতেও রয়েছে সেটাও মন্তব্য করেছেন তারা। 

[৮] জন সিনাকে আগামীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘হেডস অফ স্টেট’ চলচ্চিত্রে। ইতোমধ্যেই অভিনেতা হিসেবেও নিজের অবস্থান পোক্ত করেছেন একসময়ের জনপ্রিয় এই রেসলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়