শিরোনাম
◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস ◈ জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে ইসলামি দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান ইসলামী আন্দোলনের ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা: পরীক্ষার্থী আটক

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে হট্টগোল, মারামারি

ইমরুল শাহেদ: [২] ২৩ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছে। নতুন সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। তখন পাশে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তারপর অন্যান্য সদস্যদের শপথ পড়ান সভাপতি মিশা সওদাগর। 

[৩] এরপরই শুরু হয় হট্টগোল। একজন প্রত্যক্ষদর্শী জানান, অভিনেত্রী ময়ূরী শপথ অনুষ্ঠানে এসেছিলেন সঙ্গে তার মেয়েকে নিয়ে। একজন সাংবাদিক যখন ময়ূরীর মেয়ের সঙ্গে কথা বলছিলেন তখন মেয়েটি চলচ্চিত্রের নয়, তাকে কেন প্রশ্ন করা হবে বলে প্রতিবাদ করেন অভিনেতা শিবা সানু। এখান থেকে তর্ক-বিতর্ক শুরু হয়ে মারামারি শুরু হয়ে যায় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে। মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

[৪] সূত্রটি আরো জানিয়েছে, এফডিসি চত্বরে তখন উপস্থিত ছিলেন দেড় শতাধিক সাংবাদিক, যাদের বেশির ভাগকেই বলা হয়েছে ভিউজ সন্ধানী ইউটিউবার। বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরাও অকুস্থলে উপস্থিত ছিলেন। জানা গেছে, কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙ্গা হয়েছে। 

[৫] এই নিয়ে চিত্রকর্মী ও সাংবাদিকদের মধ্যে সমঝোতার আলোচনা শুরু হয়েছে। মিশা সওদাগর, ডিপজল ছাড়াও চলচ্চিত্রশিল্পের নেতারা সমঝোতার আলোচনায় উপস্থিত রয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। 

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়